নিউজ শর্ট ডেস্ক: সময়ের সাথে সাথে ভারতীয় রেলে (Indian Rail) বিরাট গতি এনেছে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন (Vande Bharat Express Train)। তাই শুরু থেকেই এই ট্রেন নিয়ে আমজনতার মধ্যে কৌতূহল রয়েছে তুঙ্গে। ২০১৯ সালে প্রথম পথ চলা শুরু হয় বন্দে ভারত এক্সপ্রেসের। আর বর্তমানে দেশজুড়ে মোট ৫০ টি বন্দে ভারত এক্সপ্রেস চলছে।
এছাড়াও আগামী দিনে ভারতের বুকে বন্দে ভারত এক্সপ্রেস ছাড়াও চলবে বন্দে ভারত মেট্রো এবং বন্ধ ভারত স্লিপার কোচের ট্রেন। তবে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন এখন আমাদের দেশের বিভিন্ন রুটে যাতায়াত করলেও এখনও এমন অনেক মানুষ রয়েছেন যাদের ইচ্ছা থাকলেও বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে চড়ার ইচ্ছা পূরণ হয়ে ওঠেনি।
যার অন্যতম কারণ হল বন্দে ভারত এক্সপ্রেসের ভাড়া। তবে এবার দুধের স্বাদ ঘোলে মেটাতেই বাংলার রাস্তায় নেমেছে, বন্দে ভারত টোটো (Vande Bharat Toto)। যা এই মুহূর্তে রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। হুবহু বন্দে ভারত এক্সপ্রেসের আদলে তৈরী অভিনব এই টোটো বানিয়ে সাড়া ফেলে দিয়েছেন পূর্ব বর্ধমানের গুসকরার তিন নম্বর ওয়ার্ডের মাঝ পুকুরপাড়ার টোটো চালক চাঁদ মেটে।
জানা যাচ্ছে অভিনব এই টোটোটি শুধু দেখতেই বন্দে ভারত এক্সপ্রেসের মতো নয়, একইসাথে এটি বাতানুকূলও। এই টোটো টির মালিক জানিয়েছেন তিনি টোটোটি প্রথমে ১ লক্ষ ২০ হাজার টাকা দিয়ে কিনেছিলেন। পরে এই টোটো টিকেই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের মত রূপ দেওয়ার জন্য তিনি খরচ করেছেন আরও ১ লক্ষ ৩০ হাজার টাকা।
আরও পড়ুন: অন্য গাড়ির মতোই বদলাতে হয় ট্রেনের চাকাও! এই চাকার আয়ু কতদিন জানেন?
তাই স্বাভাবিকভাবেই অন্যান্য টোটোর তুলনায় এই টোটোতে উঠলে ভাড়াও দিতে হবে বেশি। সাধারণত অন্যান্য টোটোতে চড়তে গেলে ভাড়া লাগে দশ ১০ টাকা। তবে এই টোটোতে চড়ার জন্য খরচ করতে হবে ৩০ টাকা।