নিউজশর্ট ডেস্কঃ বাঙালি পর্যটকদের কাছে সস্তায় ভ্রমণের জন্য সবথেকে ভালো জায়গা হলো দীঘা(Digha)। হাতে দু-একদিনের সময় পেলেই ব্যাগপত্র গুছিয়ে দীঘার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন পর্যটকরা। এখন পর্যটকদের সুবিধার কথা মাথায় রেখে দীঘা প্রশাসনের তরফ থেকে নানারকমে উদ্যোগ কখন করা হয়।
দীঘার সমুদ্র সৈকত এখন আর আগের মত নেই। একেবারেই ঝাঁ চকচকে করে তোলা হয়েছে। তবে এবার এই দীঘাতে ঘটে গিয়েছে বড়সড় দুর্ঘটনা। দীঘার সমুদ্রে তলিয়ে যাওয়া ৪ পর্যটককে উদ্ধার করেছে দিঘার নুলিয়ারা। কলকাতার বেহালা থেকে এই চার পর্যটক দীঘায় বেড়াতে আসেন।
দীঘার সমুদ্রে যখন জোয়ার আসে তখন প্রত্যেকবারের মতো এবারও প্রশাসনের তরফ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়। কিন্তু সেই নিষেধাজ্ঞা অমান্য করে ওল্ড দিঘার এক নম্বর ঘাটে সমুদ্র স্নানে নামে এই পর্যটকেরা। আর এই সমুদ্র স্নানের সময় জোয়ারে চারজনকে তলিয়ে যেতে দেখেন নুলিয়ারা। তখনই তারা ছুটে গিয়ে এই চার পর্যটককে উদ্ধার করেন।
আরও পড়ুন: Vande Bharat: বন্দে ভারত অতীত! ভারতে এবার দাপিয়ে বেড়াচ্ছে ‘বন্দে টোটো’
আর তাদের দীঘা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চারজনের মধ্যে একজনের মাথায় পাথরের আঘাত লেগে গুরুতর জখম হয়ে যায় তিনি এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। এরপরে দীঘা মোহনা থানার পুলিশ ও নুলিয়াদের মাধ্যমে পর্যটকদের পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে।
অর্থাৎ দিঘাতে প্রশাসনের তরফ থেকে নানা রকমের গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করা হয়। যাতে পর্যটকদের কোন রকমের সমস্যার সম্মুখীন হতে না হয়। কিন্তু পর্যটকদের নিজেদের কিছু ভুলের জন্য এরকম প্রাণঘাতি সমস্যায় পড়তে হয়।