নিউজ শর্ট ডেস্ক: এই চাঁদি ফাটা গরমে যাদের দিনভর রোদের মধ্যেই গাড়ি নিয়ে ঘুরতে হয় তারা জানেন গাড়ির ভেতরে কি পরিমাণ গরম লাগে! অনেক সময় লম্বা রাস্তা সফর করার জন্য ঘেমে নেয়ে একেবারে শোচনীয় অবস্থা হয় যাত্রী ও চালক উভয়ের।
বিশেষ করে গাড়ির চালক যেহেতু ইঞ্জিনের পাশেই বসে থাকেন তাই তার অবস্থা আরও বেশি খারাপ হতে থাকে। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে দাঁড়ায় যে অসুস্থ হয়ে অনেকের মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই গাড়ি চালানোর সময় অনেকেই এসি অন করে রাখেন।
তবে গাড়ি চালানোর সময় শুধু রাস্তায় চোখ রাখলেই হয় না খেয়াল রাখতে হয় ফুয়েল ইন্ডিকেটর এবং তেল খরচের দিকটাতেও। প্রসঙ্গত অনেকেই মনে করেন গাড়িতে যদি একটানা অনেকক্ষণ এয়ারকন্ডিশন অর্থাৎ এসি চলতে থাকে তাহলে তেলের খরচ বিশাল বেড়ে যায়।
এই কারণে রাস্তায় ট্রাফিক বেশি থাকলে অধিকাংশ চালক রাই এসি বন্ধ রাখার চেষ্টা করেন। আসলে এয়ারকন্ডিশনিং সিস্টেম চালু থাকলে গাড়ির ইঞ্জিনের উপর চাপ বেশি পড়ে। আর গাড়ির ইঞ্জিন যত বেশি শক্তি উৎপাদন করবে তত বেশি তেল খরচ হবে।
আরও পড়ুন: বাজেটের চিন্তা ছাড়ুন! TV, ফ্রিজ, AC কি চাই? এবার বিরাট সেল দিচ্ছে Flipkart
তাই অনেকেই জানতে চান এসি চালানোর জন্য ঠিক কত পরিমাণ তেল খরচ হয়ে থাকে? কিংবা এক ঘন্টা এসি চালালেই বা কত তেল খরচ হতে পারে? একাধিক রিপোর্ট থেকে জানা যাচ্ছে গাড়ির মধ্যে এসি চালু থাকলে ৪ থেকে ১০ শতাংশ বেশি পেট্রল বা ডিজেলের খরচ হয়।
হিসাব অনুযায়ী এসি ও থাকলে প্রতি ১০০ কিলোমিটারে ০.২ থেকে ১ লিটার পেট্রল শুষে নেয় ইঞ্জিন। তবে গাড়ির কোম্পানি ও ইঞ্জিনের ক্ষমতা অনুযায়ীও তেল পোড়ার পরিমাণ কমে-বাড়ে।পরীক্ষায় দেখা গিয়েছে, মারুতি বোল্যানো গাড়িতে এক ঘণ্টা এসি চললে পেট্রল খরচ হয় ১.৬৬ লিটার। এখানে বলে রাখি বর্তমানে কলকাতায় প্রতি লিটারে পেট্রলের দাম প্রায় ১০৪ টাকা, আর ডিজেলের দাম প্রায় ৯১ টাকা।