নিউজশর্ট ডেস্কঃ মধ্যবিত্ত পরিবারগুলোতে আর্থিক সমস্যা সবসময় লেগেই থাকে। তবে সঠিক সময়ে যদি প্ল্যান করে নিজের কষ্টের উপার্জিত অর্থ সঞ্চয় করা যায়। তাহলে অনেক সুবিধা পাওয়া যায়। আজকের এই প্রতিবেদনে অর্থ জমানোর ক্ষেত্রে ৫ টি টিপস(Finance Tips) সম্পর্কে আপনাদেরকে জানাবো। যাতে আপনি অর্থ সঞ্চয় করতে পারেন এবং আর্থিক সমস্যা থেকে বেরোতে পারেন।
বিগত কয়েক বছরের তুলনায় বর্তমান সময়ের অনেক পরিবর্তন রয়েছে। আগে এত বেশি চাহিদা ছিল না। এখন সমাজ যত উন্নত হচ্ছে আর্থিক সমস্যা তত বাড়ছে। তাই এই ৫ টি ব্যক্তিগত আর্থিক টিপস অবশ্যই মেনে চলতে হবে।
১) নিয়মিত অর্থ সঞ্চয় করুন: জীবনে যদি টাকার সমস্যা না চান। তাহলে যত দ্রুত সম্ভব অর্থ সঞ্চয় করা শুরু করে দিন। আপনি যদি নিয়মিত অর্থ সঞ্চয় করার অভ্যাস তৈরি করেন। তাহলে এই আর্থিক সমস্যা থেকে বেরিয়ে যেতে পারবেন। আপনি চাইলে মিউচুয়াল ফান্ড, ব্যাংকের ফিক্সড ডিপোজিট এবং পিপিএফ-এর মত বিভিন্ন গুরুত্বপূর্ণ স্কিমে অর্থ বিনিয়োগ করতে পারেন। তবে অনেকেই মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগের ঝুঁকি থাকে বলে এটিতে বিনিয়োগ করতে চান না। কিন্তু একটু ঝুঁকি নিতে পারলে মিউচুয়াল ফান্ড থেকে প্রচুর পরিমাণে রিটার্ন পাওয়া যায়। আপনি যদি ১০ থেকে ১৫ বছর কোন একটি এসআইপি চালান তাহলে একটা মোটা অংকের তহবিল জমা হবে।
২) জরুরী তহবিল তৈরি করা: যেকোনো রকমের আর্থিক সংকটের হাত থেকে নিজের এবং নিজের পরিবারকে রক্ষা করতে চাইলে একটি জরুরি তহবিল তৈরি করে রাখা দরকার। আপনি যদি কোন বেসরকারি সংস্থায় কর্মরত হন। তাহলে এটি বিশেষ গুরুত্বপূর্ণ। এই জরুরী তহবিলে যেন কমপক্ষে ৬ মাসের সমস্ত রকমের খরচ চালানোর জন্য অর্থ বরাদ্দ থাকে। এর জন্য আলাদা করে অর্থ সঞ্চয় করা প্রয়োজন। কারণ কোন কারনে যদি চাকরি চলে যায় তাহলে পরবর্তী ৬ মাস এই জরুরী তহবিলের টাকাতে সমস্ত খরচ চালানো যাবে। এর পাশাপাশি নতুন চাকরির সন্ধান ও করা যাবে।
৩) ক্রেডিট কার্ড ও লোনের যথাসম্ভব সীমিত ব্যবহার: অতিরিক্ত পরিমাণে ক্রেডিট কার্ড ব্যবহারের কারণে অনেকে টাকার সমস্যায় পড়ে থাকেন। এছাড়া ব্যাংক থেকে বাড়ি, গাড়ি কেনার জন্য লোন নিয়ে সেই ইএমআই দিতে গিয়ে অনেক সমস্যা দেখা দেয়। ক্যাশব্যাকের অফারের পেছনে না ছুটে ক্রেডিট কার্ড প্রয়োজন ছাড়া ব্যবহার করা উচিত নয়।
৪) জীবন বীমা: আপনার টাকায় যদি পুরো পরিবার চলে থাকে তাহলে আপনার জীবন বীমা করা খুব দরকার। আপনি যত তাড়াতাড়ি জীবন বীমা কিনবেন ততই ভালো হবে। কারণ কম বয়সে জীবন বীমা নিলে অনেক কম প্রিমিয়ামে বড় কভারেজ পাওয়া যায়। হঠাৎ করে কোনো দুর্ঘটনার সম্মুখীন হলে আপনার পরিবারের আর্থিক সংকট হবে না যদি জীবন বীমা করা থাকে।
৫) স্বাস্থ্য বীমা: আর বর্তমান সময়ে চিকিৎসার খরচ প্রচুর বেশি। তাই কোন রকমের বড় অসুখ হলে স্বাস্থ্য বীমা করা থাকলে আপনার চিকিৎসার খরচ অনেক বেঁচে যাবে। তাই ভালো একটা স্বাস্থ্য বীমা কিনে রাখা অবশ্যই জরুরী। যে স্বাস্থ্য বীমাতে আপনি সহ আপনার পরিবারের সমস্ত লোক কভারেজ পাবেন।