SSKM

SSKM: রাজ্যের কোন হাসপাতালের পরিষেবা সবথেকে ভালো? দ্বিতীয় বা তৃতীয় কে? দেখে নিন তালিকা

নিউজশর্ট ডেস্কঃ সাধারণ মানুষ চিকিৎসার জন্য হাসপাতালের উপর নির্ভর করে থাকে। আর বর্তমানে সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে(Hospital) উন্নত পরিষেবা প্রদান করা হচ্ছে। বাংলার প্রথম সারির সরকারি হাসপাতালগুলোর কথা বললে এসএসকেএম(SSKM), কলকাতা মেডিকেল কলেজ, এনআরএস এবং আরজিকরের নাম সবার আগে উঠে আসে।

শুধু কলকাতা শহরের মানুষ নয়, রাজ্যের বিভিন্ন জেলা থেকে বহু মানুষ এই সমস্ত হাসপাতালে চিকিৎসার জন্য আসেন। স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী এই হাসপাতালগুলোর মধ্যে এসএসকেএম হাসপাতাল এক নম্বরে রয়েছে। আজকে কলকাতার অন্যান্য হাসপাতাল বা কলেজগুলোর মধ্যে কার স্থান কোথায় রয়েছে সেই সম্পর্কে আপনাদেরকে জানাবো।

স্বাস্থ্য দপ্তরের পোর্টাল মারফত জানা গিয়েছে যে রোগীদের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ এবং কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে কলকাতার কোন হাসপাতালের নাম নেই।

আরও পড়ুন: Tata: ভারতের প্রথম স্বদেশী গাড়ির পিছনে রয়েছে এক অজানা গল্প! রতন টাটার এন্ট্রির কাহিনী অবাক করবে

প্রথম স্থানে জায়গা করে নিয়েছে শুধুমাত্র এসএসকেএম। রোগীর পরিষেবা সংক্রান্ত সমস্ত তথ্য প্রত্যেকদিন স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটে হাসপাতালগুলোর তরফ থেকে আপলোড করা হয়ে থাকে। এই সমস্ত তথ্যগুলোকে বিচার বিশ্লেষণ করেছে স্বাস্থ্য দপ্তর। এরপর এই তথ্য নিয়ে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে একটি পারফরমেন্স রিপোর্ট প্রকাশিত হয়েছে।

এই পারফরম্যান্স রিপোর্ট কি কি জিনিসের ওপর ভিত্তি করে তৈরি করা হয়? ওয়ার্ডে রোগের ভর্তির সংখ্যা, ডিসচার্জ-এর সংখ্যা, প্রেসক্রিপশন তৈরি, ল্যাবের রক্ত পরীক্ষা, নমুনা সংগ্র,হ ফার্মেসি স্টোর, কতজন রোগী বিনামূল্যে ওষুধ পাচ্ছেন, আউটডোরে রোগীর সংখ্যা এই সমস্ত কিছুর ওপর ভিত্তি করেই পারফরমেন্স রিপোর্ট তৈরি করা হয়। এই দৈনিক রিপোর্টগুলো দেখেই রাজ্যের সমস্ত হাসপাতালগুলোর মধ্য থেকে প্রথম স্থান অর্জন করেছে পিজি অর্থাৎ এসএসকেএম।

 

Papiya Paul

X