নিউজশর্ট ডেস্কঃ আপনার ভবিষ্যৎকে সুরক্ষিত রাখতে সাহায্য করবে একমাত্র অর্থ সঞ্চয়। অনেকেই নিজের উপার্জিত অর্থ বিভিন্ন জায়গায় বিনিয়োগ(Investment) করে থাকেন। কিন্তু ম্যাচিউরিটির পরে মোটা টাকার রিটার্ন আসে না।
যার ফলে এতদিন ধরে বিনিয়োগ করাটাই বৃথা হয়ে যায়। তবে এবার নতুন বছরের এই সমস্ত সমস্যা সহজেই দূর হয়ে যাবে। আপনি সরকারি প্রতিষ্ঠানে অর্থ বিনিয়োগ করলে মোটা টাকা রিটার্ন পেতে পারেন। এখানে ঠকে যাওয়ার কোন ভয় নেই. এমনকি আপনার অর্থ সুরক্ষিত থাকবে। আপনি রেকারিং ডিপোজিটে টাকা বিনিয়োগ করতে পারেন।
সম্প্রতি কেন্দ্র সরকারের তরফ থেকে এই রেকারিং ডিপোজিটে সুদের হার বাড়ানো হয়েছে। এক্ষেত্রে ডিপোজিটের মেয়াদ থাকে পাঁচ বছর। সুদের হার দেওয়া হয় ৬.৫%। ধরুন কোন ব্যক্তি প্রত্যেক মাসে ৬০০০ টাকা করে বিনিয়োগ করেন। তাহলে সেক্ষেত্রে মেয়াদ শেষে তিনি কত টাকা রিটার্ন পাবেন?
আরেকটা বিষয় এখন পোস্ট অফিসের(Post Office Scheme) রেকারিং ডিপোজিটের মেয়াদ ১০ বছর পর্যন্ত করা হয়েছে, .আপনি এক্ষেত্রে মাত্র ১০০ টাকা দিয়েও বিনিয়োগ শুরু করতে পারেন। এখানে বিনিয়োগের সর্বোচ্চ কোন সীমা নেই। যত খুশি অর্থ বিনিয়োগ করা যায়।
ধরুন কোন ব্যক্তি প্রত্যেক মাসে ৬০০০ টাকা করে বিনিয়োগ করলেন সেক্ষেত্রে দশ বছর পর তার মোট বিনিয়োগের পরিমাণ হবে ৭ লক্ষ ২০ হাজার টাকা। এর সঙ্গে তিনি পেয়ে যাবেন ৬.৫ শতাংশ সুদ। অর্থাৎ ম্যাচিউরিটির পর তিনি সুদ হিসেবে পাবেন ২,৯৩,৯২৮ টাকা। অর্থাৎ ১০ বছর পর আপনি পেয়ে যাবেন ১০,১৩,৯২৮ টাকা।।