নিউজশর্ট ডেস্কঃ বহু মানুষের নিজস্ব গাড়ি কেনার শখ থাকে। তবে টাকার জন্য এই গাড়ি কেনা সম্ভব হয় না। আপনিও যদি নতুন গাড়ি কেনার কথা ভেবে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে একটি ভালো খবর। আপনি সস্তায় কার লোন(Car Loan) নিয়ে নিজের গাড়ি কিনতে পারেন।
আর এবার এই সস্তায় কার লোনের সুবিধা দিচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া(State Bank Of India)। জানা গিয়েছে, বার্ষিক ৮.৮৫ শতাংশ সুদের হারে গ্রাহকদের কার লোন দেওয়া হচ্ছে। তবে এই সুদের হার পুরোটাই আপনার ক্রেডিট স্কোরের ওপর নির্ভর করবে। ক্রেডিট স্কোর ভালো থাকলে কম সুদের হারে আপনি লোন গ্রহণ করতে পারবেন।
এক্ষেত্রে গ্রাহকদের থেকে কোন প্রিপেমেন্ট চার্জ নিচ্ছে না ব্যাঙ্ক কর্তৃপক্ষ। এর পাশাপাশি ২ বছর পর ফোরক্লোজারের ক্ষেত্রে ও কোন চার্জ নেওয়া হবে না। আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে জানাবো ৮ লক্ষ টাকার যদি আপনি কার লোন নিয়ে থাকেন এবং ৫ বছরের জন্য ৮.৮৫ সুদের হারে তাহলে প্রত্যেক মাসে EMI কত পড়বে?
আরও পড়ুন: RBI: এখনো আলমারিতে রয়েছে ২০০০ টাকার নোট! নষ্ট না করে জানুন RBI-র নতুন নিয়ম কি বলছে?
এক্ষেত্রে হিসেব অনুযায়ী আপনাকে প্রত্যেক মাসে ১৬,৫৪৯ টাকা দিতে হবে। আর আপনাকে ৫ বছরে সুদ দিতে হবে ১,৯২,৯১০ টাকা। অর্থাৎ আপনি যদি ৮ লক্ষ টাকার লোন নিয়ে থাকেন তাহলে আপনাকে সুদ সমেত পরিশোধ করতে হবে ৯,৯২,৯১০ টাকা।