Bhutan Tour

Bhutan Tour: এবার সস্তায় ঘুরতে পারবেন ভুটান, দুর্দান্ত সুযোগ দিচ্ছে সরকার! ভুলেও মিস করবেন না

নিউজশর্ট ডেস্কঃ ভ্রমণপ্রিয় মানুষদের জন্য এবার একটি দুর্দান্ত খবর সামনে এসেছে। জানা গিয়েছে, এবার ভুটানের(Bhutan) পর্যটন বিভাগের তরফ থেকে পর্যটকদের জন্য বাধ্যতামূলক ভ্রমণ বীমার প্রয়োজনীয়তাকে তুলে দেওয়া হয়েছে। অর্থাৎ করোনা চলাকালীন যে ভ্রমণ বীমার নিয়ম চালু করা হয়েছিল এবারে সেই নিয়ম তুলে দেওয়া হচ্ছে।

এখন দীর্ঘদিন পর পরিস্থিতির উন্নতি হওয়ার পাশাপাশি ভ্রমণের অভিজ্ঞতাকে আরও অনেক বেশি মসৃন করে তোলার জন্যই এই ট্রাভেল ইন্সুরেন্স-এর প্রয়োজনীয়তা নেই বলেই মনে করা হচ্ছে। ২০২৪ সালের ২৩ এপ্রিল ভুটান কর্তৃপক্ষের তরফ থেকে এই ঘোষণা করা হয়। ভ্রমণ বীমা বাধ্যতামূলক না হল হল পর্যটন বিভাগের তরফ থেকে সুপারিশ করা হয়েছে যে এটি পর্যটকদের সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রয়ে গিয়েছে।

এই প্রসঙ্গে সমস্ত বিভাগের তরফ থেকে জানানো হয়েছে যে পর্যটকদের নির্বিঘ্নে ভ্রমণের সুবিধার বিষয়টি মাথায় রেখে ভিসা প্রক্রিয়াকরণের জন্য দ্রুত ভ্রমণ বীমা বাধ্যতামূলক প্রয়োজনীয়তা প্রত্যাহার করা হয়েছে। তবে কোন আন্তর্জাতিক ভ্রমণের সাথে যুক্ত জরুরি অবস্থায় সর্তকতা হিসেবে পর্যটকদের ভ্রমণ বীমা থাকা বাঞ্ছনীয়। বর্তমান সময়ে পর্যটকদের সংখ্যা বাড়ানোর জন্য ভুটান সরকার বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করছে।

Bhutan

আরও পড়ুন: Airlines: খরচ বাঁচবে অনেক! এবার মাত্র ১৫০ টাকায় সফর করুন বিমানে

ইতিমধ্যে পর্যটকদের দৈনিক ফি ১০০ ডলার করা হয়েছে। আগে গ্লোবাল টুরিস্টদের জন্য এই ফির পরিমাণ ছিল দ্বিগুণ। নিজেদের পর্যটন শিল্পকে আরো উন্নত কথা কারো জন্য ভুটান সরকার নতুন পদক্ষেপ গ্রহণ করছে। আর তাই পর্যটকদের দৈনিক ফি ২০০ ডলার থেকে কমিয়ে ১০০ ডলার করা হয়েছে। ২০২৩ সালের সেপ্টেম্বর মাস থেকে এটি কার্যকর হয়ে গিয়েছে। আগামী ২০২৭ সাল পর্যন্ত এই নিয়ম থাকবে বলে জানা গিয়েছে।

এরপরেই সরকারি পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে, ২০২৪ সালের প্রথম তিন মাসে ২৫০০৩ জন পর্যটক ভুটান ভ্রমণ করেছেন। গত বছরের তুলনায় পর্যটকদের সংখ্যা অনেকটাই বেড়েছে। শুধুমাত্র ভারত ছাড়া আমেরিকা, চীন, ব্রিটেন, সিঙ্গাপুর, জার্মানি, ফ্রান্স, মালয়েশিয়া, কানাডা সহ বিভিন্ন দেশ থেকে পর্যটকেরা এখন ভুটানে ভ্রমণের জন্য আসছেন।

Avatar

Papiya Paul

X