নিউজশর্ট ডেস্কঃ দেশের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের(Punjab National Bank) গ্রাহকদের জন্য রয়েছে একটি গুরুত্বপূর্ণ খবর। এবার পিএনবির গ্রাহকদের জন্য রয়েছে একটি বড়সড় খবর, যা জানা খুব জরুরি। ব্যাংকের তরফ থেকে কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
যে সমস্ত গ্রাহকেরা একাউন্টে তিন বছর ধরে কোন রকমের লেনদেন করছে না। তাদের একাউন্টে যদি কোন ব্যালেন্স না থাকে তাহলে সেই অ্যাকাউন্টগুলোকে এক মাস পরে বন্ধ করে দেওয়া হবে। এই সমস্ত অ্যাকাউন্টগুলোর অপব্যবহার বন্ধ করার জন্য এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে যে আগামী ৩০ শে এপ্রিল পর্যন্ত তিন বছরে হিসেব ধরা হবে। তবে এক্ষেত্রে বেশ কিছু অ্যাকাউন্টে ছাড় দেওয়া হবে। সেই তালিকায় রয়েছে ডিম্যাট অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা একাউন্ট, ২৫ বছরের কম বয়সী ছাত্রদের একাউন্ট, নাবালকদের একাউন্ট, SSY/PMJJBY/PMSBY/APY, DBT এবং আদালতের রেজিস্টার নয় এমন উদ্দেশ্যে খোলা একাউন্ট এবং আয়কর বিভাগের তরফ থেকে নির্দেশিত কোন ফ্রিজ হওয়া একাউন্টকে বন্ধ করা হবে না।