নিউজ শর্ট ডেস্ক: গোটা বিশ্বের নিরিখে ভারতীয় রেল (ndian Railway) চতুর্থ বৃহত্তম নেটওয়ার্ক। প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী ট্রেনে সফর করে থাকেন। তাই কাছের হোক কিংবা দূরের যেকোনো সফরের জন্যই ভারতীয়রা চোখ বুজে ভরসা করে থাকেন ভারতীয় রেলের ওপর।
তাই এমনিই এমনিই ভারতীয় রেলকে আমাদের দেশের লাইফ লাইন বলা হয় না। দেশ স্বাধীন হওয়ার আগে ইংরেজদের হাত ধরে ভারতীয় রেলের সূচনা হলেও সময়ের সাথে সাথে আমূল পরিবর্তনে এসেছে এই গণপরিবহন ব্যবস্থায়। যদিও এখনও দেশের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় চলছে ভারতীয় রেল নেটওয়ার্ক বিস্তারের কাজ।
রেল সূত্রে খবর ভারতের সারাদিন মোট ১৩ হাজার ৪৫২টি যাত্রীবাহী ট্রেন চলাচল করে। এই সমস্ত ট্রেনের প্রতিদিন প্রায় ২.৫ কোটি যাত্রী সফর করে থাকেন। তবে ভারতীয় রেল হল নানান অজানা তথ্যের (Unknown Information) ভান্ডার, যা সম্পর্কে অনেক কিছুই আমাদের অজানা। আসুন জানা যাক ভারতীয় রেলের এমনই জরুরি নিয়ম (Important Rules)।
এই যেমন অনেকেই হয়তো জানেন না,হাতে টিকিট কাটার সময় না থাকলে শুধুমাত্র প্ল্যাটফর্ম টিকিট কেটেই ট্রেনে উঠে পড়া যায়। পরে যদিও টাকা দিয়েই টিটিই-র কাছ থেকে বোর্ডিং স্টেশন থেকে গন্তব্য স্টেশন অনুযায়ী টিকিট কাটতে হবে ।
আরও পড়ুন: বিদেশে গেলেই মিলবে জামাই আদর! ভারতীয় এই পাসপোর্টে ভিসা ছাড়াই রয়েছে ভ্রমণের সুযোগ
এছাড়া রেলের নিয়ম অনুযায়ী যাত্রিবাহী ট্রেনে ৪০ থেকে ৭০ কেজির বেশি মালপত্র নিয়ে সফর করা যাবে না। এর চেয়ে বেশি ওজনের জিনিস নিয়ে ট্রেনে উঠলে তাঁদের আলাদা ভাড়া দিতে হয়। TTE-ই তাঁদের কাছ থেকে ভাড়া নিয়ে রসিদ দেন।এছাড়া ট্রেনের কামরায় TTE-দেরও টিকিট চেকিংয়ের বাঁধাধরা সময় আছে।
তাই রেলের নিয়ম অনুযায়ী, রাত ১০ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত যাতে যাত্রীদের ঘুমের ব্যাঘাত না ঘটে তাই সময়টায় তাদের টিকিট চেক করার অনুমতি নেই। ট্রেনে সফরের সময়, মিডল বার্থের যাত্রীরা রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত ঘুমনোর জন্য বার্থ উঠিয়ে নিতে পারেন। তবে সকাল ৬টার পর অবশ্যই বার্থ উঠিয়ে নিতে হবে৷ তবে কোনো যাত্রী যদি রাত ১০টা থেকেই সফর শুরু করেন তাহলে তাঁদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়।