Rajdhani Express

Rajdhani Express: রেলযাত্রীদের জন্য দারুণ খবর, এবার কি বন্দে ভারতের স্টাইলে সাজবে রাজধানী? যা জানালো রেল

নিউজশর্ট ডেস্ক: দেশের সাধারণ মানুষের জন্য ভারতীয় রেল(Indian Railways) সব সময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অল্প খরচের মধ্যে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছানোর জন্য ভারতীয় রেলের উপর নির্ভরশীল দেশবাসী। আর তাই যাত্রীদের সুবিধার জন্য ভারতীয় রেলের তরফ থেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়। যাতে প্রত্যেকটি মুহূর্তে যাত্রীরা সুবিধা পেতে পারেন।

এবার ট্রেনের যাত্রীদের জন্য রয়েছে দুর্দান্ত একটি খবর। এবার রাজধানী এক্সপ্রেসকে(Rajdhani Express) একটু একটু করে ধীরে ধীরে পরিবর্তন করার চেষ্টা করছে ভারতীয় রেল। রাজধানী এক্সপ্রেস হল দেশের সবথেকে পছন্দের একটি ট্রেন। বিশেষ করে রাজধানীর স্লিপার ক্লাস পছন্দ করেন যাত্রীরা। এবার সেই গুরুত্বপূর্ণ জায়গায় চলেছে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস।

রেলমন্ত্রকের পক্ষ থেকে আইসিএফ-এ তৈরি বন্ধে ভারতের সুরক্ষার উপরে এবারে বাড়তি নির্দেশ দেওয়া হয়েছে। এবার বেশ কয়েকটি ধাপে ধাপে সুরক্ষার বিষয়টি নিশ্চিত করা হবে। এবার ডিজাইন রিভিউ, ফাইনাল সেফটি অ্যাসেসমেন্ট, টেস্ট রেজাল্ট সবকিছুর সমীক্ষা করা হবে। রেলের পক্ষ থেকে এই বন্ধে ভারত এক্সপ্রেসকে আরো বেশি উন্নত করার চেষ্টা করা হচ্ছে। বেশি সুরক্ষার সাথে যাত্রীরা যাতে আরামদায়কভাবে সফর করতে পারে সেই বিষয়েও বড়সড় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

Vande Bharat

আরও পড়ুন: Knowledge Story: মোদী নয়, ভারতের সবথেকে বেশি জমি কার নামে আছে? উত্তরটা চমকে দেবে

সেমি হাইস্পিড বন্ধে ভারত এক্সপ্রেস স্লিপার ট্রেনের যাত্রার ক্ষেত্রে এবার এক অন্য মাত্রা জুড়তে চলেছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। ইন্ডিয়া ডট কম-এর একটি রিপোর্টে জানা গিয়েছে বর্তমানের রাজধানী এক্সপ্রেস বন্দে ভারতে পরিবর্তিত হওয়ার বিশেষ সম্ভাবনা আছে। বন্দে ভারতের একটি স্লিপার কামরায় ৬৭ টি আসন থাকবে। এছাড়া যাত্রীদের সুরক্ষা এবং আরামের বিষয়েও বিশেষ নজর রাখা হবে।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই বিষয়ে জানিয়েছেন যে বন্দে ভারতকে আরও বেশি উচ্চ সমতা সম্পন্ন করার জন্য যাবতীয় পরিকল্পনা করা হতে পারে। এখানে এসি সংক্রান্ত সিস্টেম পরিবর্তন করা হচ্ছে যাতে যাত্রীরা আরামদায়কভাবে এই ট্রেনে সফর করতে পারেন। এর পাশাপাশি ট্রেনের নকশার পরিবর্তন করা হতে পারে যাতে মোবাইল চার্জিংয়েরও খুব ব্যবস্থা থাকবে। এর ফলে যাত্রীদের অনেক বেশি সুবিধা হবে বলে মনে করছ ভারতীয় রেল।

Papiya Paul

X