Investment: PF-র মতই মিলবে সুবিধা, সুদের হার ৮ শতাংশের বেশি, এই স্কিমে টাকা জমা রেখেছেন?

নিউজশর্ট ডেস্কঃ যেকোনো বড় প্রতিষ্ঠানে চাকরি করলে কর্মীদের পিএফ কেটে নেওয়া হয়। এর ফলে এই পিএফ জমা হয়ে একটা মোটা টাকা সঞ্চয় হয়। এর জন্য আলাদা করে কোন একাউন্ট খুলতে হবে না। শুধুমাত্র একটি পিএফ অ্যাকাউন্ট থাকতে হবে। তবে পিএফের একটি এক্সটেনশন রয়েছে। যেটির নাম VPF বা স্বেচ্ছাসেবী অবসর তহবিল।

যেটি সম্পর্কে এখনো বহু মানুষ জানেন না। পিএফ ছাড়াও এখানে অর্থ বিনিয়োগ(Investment) করা যায়। এখানেও পিএফ-র মতই ভালো রিটার্ন পাওয়া যায়। বর্তমানে এখানে ৮.১৫ শতাংশ হারে সুদ দিচ্ছে। যাদের ইপিএফ একাউন্ট রয়েছে তারা ভিপিএফ-এ অর্থ বিনিয়োগ করতে পারেন। এখানে পিএফ-র থেকেও বেশি অর্থ বিনিয়োগ করা যেতে পারে।

এখানে নিজেদের মূল বেতনের ১০০% এবং সম্পূর্ণ ডিএ ভিপিএফ-এ বিনিয়োগ করা যেতে পারে। দেখা গেছে এই বিনিয়োগের পরিমাণ এনপিএস-কেও ছাড়িয়ে গিয়েছে। এক্ষেত্রে লক ইন পিরিয়ডের কথা যদি বলা হয়, তাহলে অবসর নেওয়া পর্যন্ত বা চাকরি না হারানো পর্যন্ত পিএফ থেকে পুরো টাকা তোলা যাবে না। ভিপিএফ-এ লক ইন পিরিয়ড মাত্র পাঁচ বছর। এরপর পুরো টাকা তোলা যেতে পারে।

আরও পড়ুন: Rajdhani Express: রেলযাত্রীদের জন্য দারুণ খবর, এবার কি বন্দে ভারতের স্টাইলে সাজবে রাজধানী? যা জানালো রেল

এখানে কর ছাড়ের ক্ষেত্রে পিএফ-এর মতোই সুবিধা রয়েছে। এক্ষেত্রে কোন ব্যক্তি দেড় লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগের উপর কর ছাড় পেতে পারেন। VPF-এর ক্ষেত্রেও দেড় লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগের উপর কর ছাড় দাবি করা যেতে পারে। এছাড়া বিনিয়োগের উপর আয়করের ধারা ৮০ সি-এর অধীনে কর ছাড় থাকতে পারে।

এখানে পাবলিক প্রভিডেন্ট ফান্ড-এর চেয়েও ভালো রিটার্ন পাওয়া যায়। ৮.১৫ শতাংশ রিটার্ন দেওয়া হচ্ছে VPN। অন্যদিকে পাবলিক প্রভিডেন্ট ফান্ডে লক ইন পিরিয়ড ১৫ বছর। সেখানে VPF-এ লক ইন পিরিয়ড মাত্র পাঁচ বছর।

Papiya Paul

X