IRCTC Hotel

IRCTC Hotel: ট্রেন থেকেই নেমেই পাবেন রাজকীয় হোটেল! জলের দরে বিশেষ সুবিধা দিচ্ছে IRCTC

নিউজ শর্ট ডেস্ক: ঘুরতে যাওয়ার জন্য কিংবা কোনো ব্যক্তিগত প্রয়োজনে লক্ষ লক্ষ যাত্রী প্রতিদিন সফর করছেন ট্রেনে (Train)। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় ট্রেনে সফর করে গন্তব্যস্থলে পৌঁছানোর পর হোটেল (Hotel) রুম খুঁজে পেতে নাভিশ্বাস ওঠার জোগাড় হয় সাধারণ মানুষের।

কিন্তু এবার গন্তব্যস্থলে পৌঁছানোর পর হোটেল রুম নিয়ে  যাতে যাত্রীদের আর কোনো সমস্যা না হয়, সেই সমস্যা দূর করতেই  এক নতুন উদ্যোগ নিয়েছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং এন্ড ট্যুরিজম কর্পোরেশন। যার ফলে এবার থেকে যাত্রীদের আর স্টেশনের বাইরে গিয়ে হোটেল রুম খুঁজতে হবে না।

আই আর টিসি’র (IRTC) এই অভিনব উদ্যোগে উপকৃত হবেন লক্ষ লক্ষ রেল যাত্রী। তাই এবার থেকে কোনো নতুন জায়গায় গিয়ে পৌঁছানোর পর যাত্রীদের হোটেল খুঁজতে গিয়ে আর কোনো ঝামেলা পোহাতে হবে না। এবার থেকে স্টেশনের মধ্যেই বিলাসবহুল রুমেই থাকতে পারবেন যাত্রীরা।

ট্রেন,Train,হোটেল,Hotel,আই আর টিসি,IRTC,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

সাধারণত নতুন কোনো জায়গায় গিয়ে স্টেশনের আশে পাশেই হোটেল খোঁজেন  থাকেন সকলে,কিন্তু হোটেল পাওয়া গেলেও সেই সমস্ত রুমের ভাড়া এত বেশি হয় যে সবার পক্ষে তা বুক করা সম্ভব হয়ে ওঠে না। তাই সমস্ত দিক বিচার বিবেচনা করেই এবার যাত্রীদের সুবিধার জন্য নতুন প্রকল্প চালু করেছে, আই আর টি সি।

আরও পড়ুন: কখন টিকিট চেক করেন না TTE? এই উত্তর জানেন না অনেকই, আপনি জানলে সুবিধাই হবে

এই সমস্ত হোটেল রুম গুলোর ভাড়াও থাকবে সকলের সাধ্যের মধ্যেই। অনেক সময় দেখা যায় স্টেশনের বাইরে হোটেল রুম খুঁজতে গিয়ে খরচ বাঁচানোর জন্য অনেকেই নিম্নমানের হোটেল রুমেই থেকে যান। কিন্তু এবার আর সেই সমস্যাও ভোগ করতে হবে না।কারণ এবার স্টেশনের মধ্যেই ন্যূনতম ভাড়াতে বিলাসবহুল রুমে থাকার ব্যবস্থা করে দিয়েছে ভারতীয় রেল.

ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং এন্ড ট্যুরিজম কর্পোরেশনের এই নতুন প্রকল্পের সুবিধা নিতে পারবেন সকলেই। জানা যাচ্ছে ভারতীয় রেলের এই রুমগুলি আয়তনে হবে সাধারণ হোটেল রুমের মতোই। যেহেতু এই হোটেলগুলি স্টেশনের মধ্যেই তৈরি করা হয়েছে তাই  আর বাইরে গিয়ে হোটেল রুম খোঁজার  দরকার-ও হবে না।

ট্রেন,Train,হোটেল,Hotel,আই আর টিসি,IRTC,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

এই সমস্ত রুমে অন্য হোটেলের মতোই  পরিষেবা পাওয়া যাবে। আর রুম গুলির ভাড়াও থাকবে সাধারণ মানুষের সাধ্যের মধ্যেই।  জানা আছে এই সমস্ত হোটেল রুমের ভাড়া ধার্য করা হয়েছে ১০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত। দেশের বহু বড় বড় স্টেশনের নাম রয়েছে এই তালিকায়।  এমনকি নাম রয়েছে কলকাতার শিয়ালদা এবং হাওড়ার রেল স্টেশনেরও। 

Avatar

anita

X