নিউজ শর্ট ডেস্ক: পৃথিবীর বিভিন্ন দেশে জীবন যাপনের খরচ আলাদা হয়ে থাকে। একটি ব্যয়বহুল দেশে এই খরচের পরিমাণ বেশি হলেও দরিদ্র ও উন্নয়নশীল দেশে এই খরচ অনেক কম হয়।
সম্প্রতি ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ ওয়েবসাইট অনুযায়ী, ২০২৪ সালের সবচেয়ে ব্যয়বহুল ১০ টি দেশের তালিকা তৈরি করা হয়েছে। আসুন এই ব্যায়বহুল দেশ গুলি (Expensive Countries) সম্পর্কে জানা যাক বিস্তারিত।
মোনাকো:
এই তালিকায় প্রথমেই নাম রয়েছে বিশ্বের দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ মোনাকো’র। সুদূর ইউরোপের এই দেশে জীবন যাপনের জন্য প্রতি মাসে খরচ হয় ৩.১ লক্ষ টাকা। অর্থাৎ যাদের মাসিক বেতন ৩ লক্ষ টাকার বেশি শুধু তারাই এই দেশে থাকতে পারবেন।
কেম্যান দ্বীপপুঞ্জ:
ক্যারিবিয়ান সাগরে অবস্থিত কেম্যান দ্বীপপুঞ্জ একটি ব্রিটিশ অঞ্চল। প্রতি মাসে এখানে থাকতে গেলে খরচ হয় ২.৩ লক্ষ টাকা।
সুইজারল্যান্ড:
দেশ বিদেশের বহু মানুষের কাছে স্বপ্নের জায়গা সুইজারল্যান্ড। পর্যটকরা বলেন সুইজারল্যান্ড স্বর্গের চেয়েও সুন্দর। এখানে বহু বলিউড সিনেমারও শুটিং হয়। এখানে থাকতে গেলে প্রতি মাসে খরচ হয় ২.০৮ লক্ষ টাকা।
আরও পড়ুন: ফুলের মত সুন্দর গ্রাম! দার্জিলিং নয়, এই পাহাড়ি জায়গায় একবার গেলেই প্রেমে পড়ে যাবেন
আয়ারল্যান্ড:
আয়ারল্যান্ডে থাকা খাওয়ার জন্য প্রতি মাসে খরচ হয় ১.৯ লক্ষ টাকা।
লিচেনস্টাইন:
লিচেনস্টাইনে থাকতে গেলে প্রতি মাসেই খরচ হবে ১.৯ লক্ষ টাকা, যা আয়ারল্যান্ডের থেকে সামান্য কম।
আইসল্যান্ড:
আইসল্যান্ডে থাকতে গেলে প্রত্যেক মাসে খরচ হয় ১.৮৪ লক্ষ টাকা।
সিঙ্গাপুর:
অন্যদিকে সিঙ্গাপুরে থাকার খরচ হবে ১.৮১ লক্ষ টাকা।
লুক্সেমবার্গ:
এই তালিকায় রয়েছে ছোট দেশ লুক্সেমবার্গ-ও। প্রতি মাসে এখানে বসবাসের জন্য খরচ হয় ১.৮০ লক্ষ টাকা।
নরওয়ে:
নরওয়েতে বসবাসের খরচ হয় ১.৭৩ লক্ষ টাকা।
আমেরিকা:
এই তালিকায় দশম স্থানে রয়েছে বিশ্বের অন্যতম শক্তিধর দেশ আমেরিকা। এখানে থাকা খাওয়ার জন্য প্রতি মাসে খরচ হয় ১.৬২ লক্ষ টাকা।