Fixed Deposit

Fixed Deposit: বয়স্ক কৃষকদের জন্য সুবর্ন সুযোগ! এই স্কিমে বিনিয়োগ করে মিলবে ৯.১০% সুদ

নিউজ শর্ট ডেস্ক: বয়স্ক কিষাণ কিংবা  অবসরপ্রাপ্ত কর্মচারীরা ফিক্সড ডিপোজিটের টাকা বিনিয়োগ করলে ভালো পরিমাণ টাকা রিটার্ন পেয়ে থাকেন। তাছাড়া ব্যাংকে এফডি করা হলে টাকা হারানোর-ও  ঝুঁকি নেই থাকে না। আর এক্ষেত্রে রিটার্ন-ও অনেক বেশি পাওয়া যায়।

তাই দিন দিন এই ধরনের স্কিমে বিনিয়োগের প্রবণতাও বাড়ছে। বিনিয়োগকারীদের এই আগ্রহের কথা মাথায় রেখে উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক (Utkarsh Small Finance Bank) ফিক্সড ডিপোজিট স্কিমে (Fixed Deposit Scheme) সর্বোচ্চ ৯.১০% হারে সুদ দেওয়ার কথা জানিয়েছে। অর্থাৎ এই স্কিমে যারা ৫ লক্ষ টাকা বিনিয়োগ করবেন দু’বছরে তাদের লাভের পরিমাণ হবে ৯৮,৫৮৫ টাকা।

উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাংকে ২ কোটি টাকার কম বিনিয়োগ করলে এফ ডিতে সুদের হারেও পরিবর্তন আসে। এই ব্যাংকের ওয়েবসাইট থেকে জানা যাচ্ছে সংশোধিত সুদের হার  ২০২৪ সালের মে মাস থেকেই  কার্যকর করা হয়েছে। শুধু তাই নয়, এবার থেকে এই ব্যাংকের তরফে মাঝ পথেই এফডি ভাঙারও সুযোগ দেওয়া হচ্ছে।

ফিক্সড ডিপোজিট স্কিম,Fixed Deposit Scheme,বয়স্ক কৃষক,Senior Farmer,উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক,Utkarsh Small Finance Bank,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

জমা করা সর্বাধিক পরিমাণ আমানত বীমা এবং ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন (DICGC) এর অধীনে বীমা করা হয়।এখানে বলে রাখি স্মল ফাইন্যান্স ব্যাংকে জমা করা সর্বোচ্চ পাঁচ লাখ টাকা ডিপোজিট ইন্সুরেন্স এবং ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন (DICGC)-এর অধীনে বীমা করা হয়।

আরও পড়ুন: ঘরে বসেই প্রতি মাসে আয়ের সুযোগ দিচ্ছে SBI, এই স্কিমের সম্পর্কে জানলে অনেক কাজে লাগবে

উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক আমাদের দেশের সাধারণ নাগরিকদের জন্য সাত দিন থেকে ১০ বছরের পূর্ণ FD-তে ৪ শতাংশ থেকে ৮.৫০ শতাংশ হারে সুদ দিয়ে থাকে। দুই থেকে তিন বছরের FD তে সর্বোচ্চ সুদের হার ৮.৫০%।তবে অন্যান্য ব্যাঙ্কের মতো এই ব্যাঙ্কের তরফেও আমাদের দেশের প্রবীণ নাগরিকদের জন্য বিভিন্ন মেয়াদের FD-তে ৪.৬ শতাংশ থেকে সুদের হার শুরু হয়। যা সর্বোচ্চ ৯.১০ শতাংশ পর্যন্ত হতে পারে।

ফিক্সড ডিপোজিট স্কিম,Fixed Deposit Scheme,বয়স্ক কৃষক,Senior Farmer,উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক,Utkarsh Small Finance Bank,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

নিয়ম অনুযায়ী দুই থেকে তিন বছরের এফডি করলে এই ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের সর্বোচ্চ ৯.১০ শতাংশ হারে সুদ দিয়ে থাকে।সম্প্রতি ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে ৭দিন থেকে ৪৫ দিনের এফডি-তে ৪ শতাংশ হারে সুদ দেওয়া হবে। তবে ৪৬ দিন থেকে ৯০ দিনের FD-তে ৪.৭৫ শতাংশ হারে সুদ দেওয়া হয়ে থাকে।

উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক -এর ওয়েবসাইট থেকে জানা যাচ্ছে এই ব্যাঙ্কের FD তে অর্থ বিনিয়োগ করার পর ম্যাচিউরিটির আগেই FD ভেঙে ফেলা যাবে। তবে,সেক্ষেত্রে ১ শতাংশ সুদের হারে জরিমানা কাটা হবে।

Avatar

anita

X