Car Loan

Car Loan: কোনো লোন ছাড়াই কিনুন ১০ লক্ষ টাকার গাড়ি! এই অবিশ্বাস্য ফর্মুলাই কাজ দেবে ম্যাজিকের মতো

নিউজ শর্ট ডেস্ক: লোন না নিয়েও ব্যাঙ্ক (Bank) থেকে গাড়ি কেনা যায়। তবে তার জন্য একটা বিশেষ ফর্মুলা (Special Fomula) রয়েছে। যা আসলে ৫০:৩০:২০ (50:30:20) ফর্মুলা নাম পরিচিত। ব্যয় এবং সঞ্চয়ের ভারসাম্য বজায় রাখতেই এই বিশেষ ফর্মুলা ব্যবহার করা হয়।

এই ফর্মুলায় একজন ব্যক্তি নিজের আয়কে তিন ভাগে ভাগ করতে পারেন। যদি কারও বেতন ৫০ হাজার টাকা হয় তাহলে ৫০:৩০:২০ ফর্মুলা অনুযায়ী ৫০ শতাংশ+ ৩০ শতাংশ+ ২০ শতাংশ = ১০০ শতাংশ। এইভাবে পুরো উপার্জনকে তিন ভাগে ভাগ করা যায় ।

এই ফর্মুলা অনুযায়ী মোট উপার্জনের ৫০ শতাংশ জরুরি প্রয়োজন মেটানোর জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ এই টাকা খাদ্য, বাসস্থান কিংবা শিক্ষার মতো  প্রয়োজনীয় ক্ষেত্রে ব্যয় করতে হবে। এরপর বাকি আয়ের মধ্যে  ৩০ শতাংশ নিজের শখ-আহ্লাদ
মেটানোর জন্য  নিজের ইচ্ছা মতো খরচ করা যাবে। যেমন সিনেমা দেখা, কেনাকাটা, রেস্তরাঁয় খাওয়াদাওয়া ইত্যাদি।

কার লোন,Car Loan,ব্যাঙ্ক,Bank,বিশেষ ফর্মুলা,Special Fomula,৫০:৩০:২০,50:30:20,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

এরপর বাকি যে ২০ শতাংশ টাকা থাকবে সেই টাকা সঞ্চয় করার মধ্যেই লুকিয়ে রয়েছে ব্যাঙ্ক থেকে লোন না নিয়ে গাড়ি কেনার রহস্য। মাসিক আয়ের এই ২০ শতাংশ অর্থ সঞ্চয় করেই তা অবসর পরিকল্পনা, সন্তানের উচ্চশিক্ষা, বিয়ে, কিংবা জরুরি অবস্থায় কাজে লাগানো যায়।

আরও পড়ুন: ট্রেন থেকেই নেমেই পাবেন রাজকীয় হোটেল! জলের দরে বিশেষ সুবিধা দিচ্ছে IRCTC

৫০ হাজার টাকা বেতনের হিসাব অনুযায়ী ৫০:৩০:২০ ফর্মুলায় ২০ শতাংশ অর্থ অর্থাৎ সঞ্চয়ের জন্য থাকছে ১০ হাজার টাকা। তবে কেউ যদি এই ১০ হাজার টাকা মিউচুয়াল ফান্ডে এসআইপি-র মাধ্যমে বিনিয়োগ করেন, তাহলে ৬ বছরে তিনি মোট ৭,২০,০০০ টাকা বিনিয়োগ করতে পারবেন।

কার লোন,Car Loan,ব্যাঙ্ক,Bank,বিশেষ ফর্মুলা,Special Fomula,৫০:৩০:২০,50:30:20,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

১২ শতাংশ হারে রিটার্ন ধরলে সুদ হিসাবে মিলবে মোট ৩,৩৭,৫৭০ টাকা। অর্থাৎ সুদে আসলে মোট রিটার্ন পাওয়া যাবে ১০,৫৭,৫৭০ টাকা। আর এইভাবে টাকা জমিয়ে অনায়াসেই ১০ লক্ষ টাকা দিয়ে এসইউভি’র মতো গাড়ি কেনা সম্ভব। এইভাবে ৫০:৩০:২০ ফর্মুলায় সঠিক ভাবে অর্থ সঞ্চয় করে গাড়ি কেনার স্বপ্ন পূরণ করা যেতে পারে।

Avatar

anita

X