নিউজশর্ট ডেস্কঃ তীব্র গরমে নাজেহাল অবস্থা হয়েছিল রাজ্যবাসীর। এই গরমের হাত থেকে রেহাই পাওয়ার জন্য সকলেই বৃষ্টির জন্য অপেক্ষা করেছিলেন। অবশেষে গত সোমবার থেকে রাজ্যজুড়ে সেই বৃষ্টির দেখা মিলেছে। বলাই বাহুল্য, এই বৃষ্টিতে অনেকটাই স্বস্তি পেয়েছেন রাজ্যবাসীরা। তবে এই বৃষ্টির সঙ্গে বজ্রপাতও শুরু হয়েছে।
আর এটাই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সকলের। একদিকে বাজের শব্দ যেমন ভয় হয়, ঠিক তেমনি নানা রকমের বিপদের সম্ভাবনাও থাকে। এই বজ্রপাতের সময়ে বাড়ির সমস্ত ইলেকট্রনিক গেজেটস(Electronics Gadgets Tips) বাঁচানো বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। আজকের এই প্রতিবেদনে এই কয়েকটি বিষয় নিয়ে আপনাদেরকে জানাবো।
বজ্রপাতের সময় বাড়ির টিভি, ফ্রিজ, ফ্যানসহ অন্যান্য ইলেকট্রনিক্স গেজেটস কিভাবে সুরক্ষিত রাখতে হয়? সবার প্রথমে প্রত্যেকটি বৈদ্যুতিক যন্ত্র থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে হবে। এক্ষেত্রে আকাশে ঘন কালো মেঘ দেখলেই এই কাজটি সবার আগে করে ফেলা উচিত। কখন বাজ পড়বে সেটির জন্য অপেক্ষা করলে চলবে না। ‘আর্থিং’ থাকলেও কিন্তু বাড়ির বৈদ্যুতিক যন্ত্র বাজ পড়ার সময় ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। তাই সবার আগে বিদ্যুৎ সংযোগকে বিচ্ছিন্ন করতে হবে।
বর্তমান সময়ে বাজ পড়ার প্রবণতা প্রবল বেড়েছে। অল্প বৃষ্টি হলেও বাজ পড়তে শুরু করে। তাই নিজের ঘরের জিনিসপত্র সুরক্ষিত রাখার জন্য এই সমস্ত টিপসগুলো অবশ্যই মাথায় রাখুন। তাহলে আপনার জিনিস সুরক্ষিত থাকার পাশাপাশি আপনি নিজেও সুরক্ষিত থাকবেন।