নিউজ শর্ট ডেস্ক: উনুনের ধোঁয়া খেয়ে চোখের জল ফেলে রান্নাবান্নার দিন শেষ হয়েছে অনেকদিন আগেই। এখন ভারতের অধিকাংশ বাড়িতেই পৌঁছে গিয়েছে রান্নার গ্যাস কানেকশন (LPG Gas Connection)। তাই সকাল থেকে রাত পর্যন্ত সারাদিনের রান্না-বান্না গ্যাস ছাড়া একেবারই অসম্ভব।
এখনকার দিনে খুব সহজেই গ্যাসের কানেকশন পাওয়া গেলেও ব্যবহার কারীদের মূল অভিযোগ মূলত এই রান্নার গ্যাস সিলিন্ডারের (Cylinder) আকাশ ছোঁয়ার দাম নিয়েই। যদিও ভোটের আগে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রান্নার গ্যাস সিলিন্ডারের উপর একের পর এক ছাড় দেওয়া হচ্ছে।
ইতিমধ্যেই অনেকটাই কমানো হয়েছে এই রান্নার গ্যাসের দাম। তবে এবার আরও সস্তায় দেওয়া হচ্ছে রান্নার গ্যাস সিলিন্ডার। জানা যাচ্ছে আগামী দিনে আরও ১০০ টাকা কমে পাওয়া যাবে রান্নার গ্যাস সিলিন্ডার। তবে এর জন্য বুকিং-এর সময় সঠিক পদ্ধতি মেনে বুকিং করতে হবে।
মূলত এখনকার দিনের অধিকাংশ গ্রাহকরাই গ্যাস সিলিন্ডার বুকিং করেন রান্নার গ্যাস সরবরাহকারী সংস্থা গুলির তরফ থেকে দেওয়া ফোন নম্বরে ফোন করে। সমীক্ষা করলে করলে দেখা যাবে একটা বড় সংখ্যা গ্রাহক এইভাবে ফোন নাম্বারে ফোন করেই গ্যাস সিলিন্ডার বুকিং করে থাকেন।
আরও পড়ুন: Jio,Airtel,Vi নাকি BSNL! সবচেয়ে সস্তার ইন্টারনেট দেয় কোন সংস্থা জানেন?
আর এক্ষেত্রে অগ্রিম টাকাও দিতে হয়। তবে এক্ষেত্রে সুবিধা হল গ্যাস বুকিং এর সময়ই দেখে নেওয়া যায় কোন ইউপিআই অ্যাপে রান্নার গ্যাস বুকিং-এর অফার দেওয়া হচ্ছে। এইভাবেই অনেক সময় পেটিএম গ্রাহকরা পেটিএম ইউপিআই-এর মাধ্যমে রান্নার গ্যাস সিলিন্ডার বুকিং করে বুকিং ছাড়াও বিদ্যুৎ বিল,মোবাইল রিচার্জ,ডিটিএইচ রিচার্জ ইত্যাদির ক্ষেত্রে ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পান।
তবে এই সুবিধা পাওয়ার জন্য ন্যূনতম ৪৮ টাকা পেমেন্ট করতে হয়। সংস্থার তরফ থেকে মাঝেমধ্যেই ব্যবহারকারীদের বিভিন্ন রকম ক্যাশব্যাক দেওয়া হয়। এখানে বলে রাখি পেটিএম ছাড়া অ্যামাজন পে’তেও রান্নার গ্যাস বুকিং করার ক্ষেত্রে ৫০ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হয়। অনেকে আবার রিওয়ার্ড পয়েন্ট-ও পাচ্ছেন। তবে শুধু পেটিএম কিংবা অ্যামাজন পে-ই নয় আরও অনেক ইউপিআই অ্যাপ রয়েছে যেগুলি থেকে রান্নার গ্যাস বুক করে অনেক ছাড় পাওয়া যায়।