নিউজ শর্ট ডেস্ক: বাংলা বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী হলেন মোহনা মাইতি (Mohona Maiti)। দর্শকদের কাছে যদিও তিনি গৌরী নামেই বেশি জনপ্রিয়। জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত ভক্তিমূলক ধারাবাহিক ‘গৌরি এলো’র (Gouri Elo) হাত ধরেই প্রথম অভিনয় জগতে হাতেখড়ি হয়েছিল তাঁর।
প্রথম সিরিয়াল শেষ হওয়ার পর বেশ কিছুদিনের বিরতি কাটিয়ে অবশেষে আরও একবার ছোট পর্দায় ফিরে এলেন মোহনা। জল্পনাকে সত্যি করেই এবার প্রকাশ্যে এল মোহনা অভিনীত নতুন ধারাবাহিক ‘কে প্রথম কাছে এসেছি’র (Ke Prothom Kachhe Esechhi) প্রোমো।এই সিরিয়ালে মোহনার বিপরীতে প্রধান নায়কের ভূমিকায় অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা সায়ন বসু (Sayan Bose)।
শেষবার তাঁকে টেলিভিশনের পর্দায় দেখা গিয়েছিল ‘টুম্পা অটোওয়ালি’ ধারাবাহিকে। নতুন ধারাবাহিকে মোহনা অভিনয় করবেন একজন সিঙ্গেল মাদারের চরিত্রে। তাই মাতৃ দিবসের আগেই প্রকাশ্যে আনা হল নতুন ধারাবাহিকের প্রোমো। নতুন সিরিয়ালে মোহনার স্নিগ্ধ লুক ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে দর্শকমহলে।
এই প্রোমোর শুরুতে দেখা যাচ্ছে, অফিসে কাজ শেষ করে মেয়ে মিহি’কে কিছুতেই খুঁজে পাচ্ছে না মধুবনী। এরপরেই সে দেখতে পায় স্যারের কেবিনে বসে স্যারের সাথেই খেলায় ব্যস্ত ছোট্ট মিহি। তবে মেয়ের দুষ্টুমির জন্য মধুবনী স্যারের কাছে ক্ষমা চাইলেও স্যার জানায় তারা নাকি খুব মজা করেছে। এরপরেই দেখা যায় বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। তখন মেয়েকে নিয়ে মধুবানি রাস্তায় বেরিয়ে আসতেই এক কলিগ তাকে খোঁচা দিয়ে বলে ওঠে, ‘এই বৃষ্টিতে কি করে বাড়ি যাবে গো? আমার তো হাজবেন্ড আসছে পিক আপ করতে’।
আরও পড়ুন: বারবার রিচার্জ থেকে মুক্তি! ৭৩০ জিবির ডেটা সমেত এক ধামাকা প্ল্যান আনলো Jio
আর ঠিক তখনই মধুবানির সামনে গাড়ি নিয়ে এসে দাঁড়ায় স্যার। তিনি মধুবনিকে গাড়িতে উঠে আসতে বলেন কিন্তু আশেপাশের লোকের কথা ভেবে স্যারকে সোজা না বলে দেয় মধুবনী। কিন্তু ততক্ষণে মিহি উঠে বসে স্যারের গাড়িতে। এরপর মধুবনীও বাধ্য হয়ে গাড়িতে উঠে বসলেও সে স্যারকে জানায়, ‘আপনার আমাকে এভাবে হেলপ করাটা সবাই সবসময় স্বাভাবিকভাবে নেয় না’। তখন বস জানায়, ‘আমি অস্বাভাবিক কিছু করেছি বলে তো মনে হয় না’।
অন্যদিকে গাড়িতেই ঘুমিয়ে পড়ে মিহি। তখন মিহিকে কোলে নিয়ে মধুবনী যখন বাড়ি ঢুকতে যায় তখন মিহিকে কোলে নিয়ে বাড়ির ভিতরে পৌঁছে দেওয়ার অনুমতি চায় স্যার । যদিও মোহনা জানায়, একা মা হিসাবে এই অভ্যাস তার আছে। এরপর ঘুম ভাঙতেই মিহি বলে ওঠে, ‘আচ্ছা মা, স্যার আঙ্কেল যদি আমার পাপা হয় তাহলে আমাদের সঙ্গে থাকতে পারবে?’ মেয়ের কথা শুনে চমকে উঠে মধুবনী। তখনই দমকা হওয়ায় খুলে যায় বাড়ির গেট। অন্যদিকে অবাক হয়ে তাকিয়ে থাকে মিহির আঙ্কেল স্যার-ও।