Knowledge Story

Knowledge Story: কোথাও শুধু বরফ, কোথাও শুধু বিশাল বাড়ি, জানেন পৃথিবীর এই দুই দেশে ‘একটাও’ গাছ নেই!

নিউজশর্ট ডেস্কঃ আমরা কমবেশি সকলেই পরিচিত ‘গাছ লাগান প্রাণ বাঁচান’ এই মহামূল্যবান কথাটির সঙ্গে। যতদিন এগোচ্ছে ততই এই কথাটি মাহাত্ম্য আরো বেশি করে বুঝতে পারছেন মানুষজন। এখন বহু গাছ কেটে, নদী পুকুর বুজিয়ে ফেলে তার ওপরে বড় বড় বিল্ডিং, ইমারত তৈরি করা হচ্ছে।

আর যার ফলে এখন গাছ কম থাকায় গরমের পরিমাণ বাড়ছে। এর সাথে মেরুর বরফ গলছে। প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা আরো বেড়ে চলেছে। আর এই সমস্ত কঠিন পরিস্থিতির হাত থেকে মোকাবেলার জন্য একমাত্র প্রয়োজন হলো গাছ। তবে আপনারা জানলে(Knowledge Story) অবাক হবেন এই পৃথিবীতে এমন দুটো দেশ হয়েছে যেখানে একটিও গাছ নেই।

পৃথিবীর ফুসফুস বলা হয় গাছকে। গ্লোবাল ওয়ার্মিং-এর হাত থেকে রক্ষা করার জন্য গাছগুলো সব থেকে প্রয়োজনীয় অস্ত্র অথচ এখন এই কাজ নির্বিচারে কেটে ফেলা হচ্ছে। তবুও এই পৃথিবীকে এখনো ধরে রেখেছে এই গাছ। গাছ কেটে ফেলা হলেও এখনো বহু জায়গায় নতুন করে গাছ লাগানোর নানা উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

আরও পড়ুন: Electronics Gadgets Tips: বাজ পড়লেও সুরক্ষিত থাকবে বাড়ির ফ্রিজ, টিভি! শুধু করতে হবে এই বিশেষ কাজ

তবে আপনারা জানলে সত্যি অবাক হবেন পৃথিবীতে এমন দেশ রয়েছে যেখানে মাইলের পর মাইল হেঁটে গেলেও একটি গাছ ও চোখে পড়বে না। এই দেশগুলোর মধ্যে প্রথমে রয়েছে গ্রিনল্যান্ড। এই দেশের নাম গ্রীন হলেও এখানে গাছের সেভাবে দেখা নেই। চারিদিকে শুধু সাদা বরফে আচ্ছন্ন।

আর দ্বিতীয় দেশ হলো কাতার। এই দেশ একসময় ছিল ধুধু মরুভূমি। যেখানে উঁচু বাড়ি আর বাড়ি ছাড়া কিছুই ছিল না। তবে বর্তমানে কাতারের অধিবাসীরা নিজেদের উদ্যোগে গাছ লাগিয়েছেন। জঙ্গলের সৃষ্টি করেছেন।

Papiya Paul

X