Zomato

Zomato: আর শুধু সুস্বাদু খাবার ডেলিভারি নয়, এবার আবহাওয়ার আপডেট দেবে Zomato!

নিউজশর্ট ডেস্কঃ খাবার ডেলিভারি অ্যাপ হিসেবে Zomato-র জনপ্রিয়তা প্রচুর। ভারতের পাশাপাশি পৃথিবীর বিভিন্ন দেশে এই অ্যাপের চাহিদা রয়েছে। গ্রাহকদের উন্নত মানের পরিষেবা দেওয়ার পাশাপাশি এবার এই সংস্থার তরফ থেকে অন্য রকমের পরিষেবা দেওয়া শুরু করা হচ্ছে। তাই আরো একটি নতুন পরিষেবা এই সংস্থার তরফ থেকে দেওয়া শুরু হচ্ছে বলে জানিয়েছেন সংস্থার সিইও দিপিন্দর গোয়েল।

তিনি বলেছেন যে www.weatherunion.com একটি ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মাধ্যমে ৬৫০-এর বেশি অন গ্রাউন্ড আবহাওয়া স্টেশনগুলোর সঙ্গে একটি নেটওয়ার্ক কাজ করতে আগ্রহী আছে। যেখানে আবহাওয়ার রিয়েল টাইম ইনফরমেশন দেওয়া হবে। Zomato-র তরফ থেকেই এই ওয়েবসাইট তৈরি করা হয়েছে।

বিভিন্ন শহরের আবহাওয়া সম্পর্কে তথ্য দেবে এই ওয়েবসাইট। এই ওয়েবসাইটের সবথেকে বড় বৈশিষ্ট্য হলো এটি একটি ক্রাউড সাপোর্টে রিয়েল টাইম আবহাওয়া প্লাটফর্ম। এই সংস্থার তরফ থেকে এই ওয়েবসাইট সম্পর্কে যেটা বলা হয়েছে সেটি হল এই ওয়েবসাইটটি ওয়েদার স্টেশনগুলোর তাপমাত্রা, আদ্রতা, বাতাসের গতিবেগ, বৃষ্টি ইত্যাদি সংক্রান্ত নানা রকমের তথ্য রিয়েল টাইমে প্রদান করবে।

Zomato

আরও পড়ুন: Electronics Gadgets Tips: বাজ পড়লেও সুরক্ষিত থাকবে বাড়ির ফ্রিজ, টিভি! শুধু করতে হবে এই বিশেষ কাজ

এই সংস্থা মারফত জানা গিয়েছে, প্রথমে তারা দেশের ৪৫ টি প্রধান শহরের আবহাওয়ার সংক্রান্ত আপডেট ওয়েবসাইট দেওয়া শুরু হয়েছে। আগামী দিনে দেশের সমস্ত জায়গার আবহাওয়া সংক্রান্ত তথ্য এই ওয়েবসাইটে দেওয়া হবে বলে পরিকল্পনা করা হচ্ছে।

এই সংস্থার তরফ থেকে এমন সিদ্ধান্ত নেওয়ার মূল কারণ হলো আবহাওয়ার প্রতিকূল পরিস্থিতিতে অনেক সময় খাবার ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে নানা রকমের সমস্যা তৈরি হয়। যার ফলে বহু গ্রাহক সঠিক সময় খাবার পান না। তাই এই পরিষেবাকে আরো বেশি সহজ করার জন্য তারা আবহাওয়ার এই রিয়েল টাইম আপডেট তৈরীর চিন্তাভাবনা করেছেন। যাতে সেই পরিস্থিতি অনুযায়ী আগামী দিনের পদক্ষেপ গ্রহণ করা যায়।

Papiya Paul

X