নিউজ শর্ট ডেস্ক: এখনকার দিনে টাকা-পয়সা নিরাপদ ভাবে সঞ্চয় করার জন্য কমবেশি সকলেই ভরসা করেন ব্যাংকের (Bank) মতো আর্থিক প্রতিষ্ঠান গুলির ওপর। কিন্তু এবার জানা যাচ্ছে বন্ধ (Close) হয়ে যাচ্ছে দেশের অত্যন্ত জনপ্রিয় একটি ব্যাঙ্ক। আর সেই ব্যাঙ্কটি হল নৈনিতাল ব্যাঙ্ক লিমিটেড (Naital Bank limited)।
এখন প্রশ্ন হল কবে বিক্রি হবে নৈনিতাল ব্যাঙ্ক? কিংবা কত টাকায় বিক্রি হবে এই ব্যাঙ্ক? প্রসঙ্গত এই বিষয়ে নিশ্চিত ভাবে কিছু না জানানো হলেও ব্যাঙ্ক অফ বরোদার (Bank Of Baroda) তরফে জানানো হয়েছে, নৈনিতাল ব্যাঙ্ক লিমিটেড বিক্রির প্রক্রিয়া চলছে। তবে এই বিষয়ে এখনই কোনো মন্তব্য করা যাবে না।
যদিও গত সপ্তাহে শোনা গিয়েছিল, প্রেমজি ইনভেস্ট এবং ব্যাঙ্ক অফ বরোদার মধ্যে নৈনিতাল ব্যাঙ্কের সংখ্যাগরিষ্ঠ অংশীদারিত্ব কেনা নিয়ে আলোচনা প্রায় শেষের পথে। তবে এখনও পর্যন্ত কোনও পক্ষই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বলেই জানা যাচ্ছে।
প্রথম ধাপে ৫১ শতাংশ শেয়ার বিক্রির পর পরের ধাপে বাকিটা বিক্রি করা হবে। বর্তমানে ব্যাঙ্ক অফ বরোদার কাছেই নৈনিতাল ব্যাঙ্কের ৯৮.৫৭ শতাংশ শেয়ার রয়েছে। জানা যাচ্ছে বর্তমানে এই নৈনিতাল ব্যাঙ্কের মোট সম্পত্তির পরিমাণ ৬০৭ কোটি টাকা। দেশের মোট ৫ রাজ্যে রয়েছে ব্যবসা। সবমিলিয়ে এই ব্যাঙ্কটির মোট ১৬৬টি শাখা রয়েছে । এই ব্যাঙ্কের মোট ৯৪১ জন কর্মচারী রয়েছেন।
আরও পড়ুন: দেশের কন্যাদের ২ লক্ষ টাকা দেবে সরকার! জানুন এই প্রকল্পের জন্য কিভাবে আবেদন করবেন?
সূত্রের খবর আগামীদিনে এই নৈনিতাল ব্যাঙ্কের পুরো শেয়ার বিক্রি করবে ব্যাঙ্ক অফ বরোদা। এই বিষয়ে সমস্ত তথ্য-ও পাওয়া যাবে ব্যাঙ্ক অফ বরোদার থেকেই। প্রসঙ্গত, ১৯২২ সাল থেকে প্রথম পথ চলা শুরু হয়েছিল এই নৈনিতাল ব্যাঙ্কের।
গোবিন্দ বল্লভ পন্ত এবং নৈনিতালের আরও কয়েকজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন এই ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা। এই ব্যাঙ্কের প্রাথমিক উদ্দেশ্য ছিল, উত্তরাখণ্ডের সাধারণ মানুষের জন্য প্রয়োজনীয় ব্যাঙ্কিং পরিষেবা দেওয়া। এই কারণেই নৈনিতাল ব্যাঙ্কের অধিকাংশ শাখা রয়েছে উত্তরাখণ্ডে। এছাড়াও বেশ কিছু শাখা রয়েছে উত্তরপ্রদেশ, দিল্লি, হরিয়ানা এবং রাজস্থানেও।