Indian Railways

Howrah-NJP: পাত্তা পাবে না বন্দেভারত! মাত্র সাড়ে ৭ ঘণ্টায় NJP পৌঁছাবে এই জবরদস্ত ট্রেন

নিউজ শর্ট ডেস্ক: প্রচন্ড গরমের হাত থেকে নিস্তার পেতেই ব্যাগ পত্র গুছিয়ে দক্ষিণবঙ্গ ছেড়ে সকলেই এখন ছুটছেন উত্তরবঙ্গের (Borth Bengal) পাহাড়ি পরিবেশে। যার ফলে হু-হু করে বাড়ছে উত্তরবঙ্গের ট্রেনের টিকিটের বুকিং। আর এই কারণেই অনেক যাত্রী কনফার্ম টিকিট না পেয়ে হতাশ হয়ে পড়ছেন।

তাই এবার অনেকে টিকিট না পেয়ে একরাশ হতাশা নিয়েই বাধ্য হয়ে বাতিল করছেন ঘুরতে যাওয়ার প্ল্যান। তাই এই পরিস্থিতিতে আরও সহজে উত্তরবঙ্গ যাওয়ার জন্য ভারতীয় রেলের তরফ থেকে চালু করা হচ্ছে একটি নতুন স্পেশাল ট্রেন (New Special Train)। জানলে অবাক হবেন এই ট্রেনটি টেক্কা দেবে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনকেও (Vande Bharat Express Train)।

বন্দে ভারতের মতো এই ট্রেনটিও আগামী দিনে মাত্র সাড়ে সাত ঘন্টায় হাওড়া থেকেই নিউ জলপাইগুড়ি পৌঁছে দেবে যাত্রীদের। শুধু তাই নয় পুরোপুরি এসি এই ট্রেনটির ভাড়াও বন্দে ভারতের তুলনায় অনেকটাই কম। যেখানে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের যাতায়াতের জন্য যাত্রীদের মাথাপিছু খরচ হয় ১৫০০ টাকা সেখানে এই নতুন স্পেশাল এসি ট্রেনটিতে যাতায়াতের জন্য যাত্রীদের খরচ হবে ৯৭৫ টাকা।

ভারতীয় রেল,Indian Railways,ট্রেন,Train,হাওড়া,Howrah,এনজিপি স্পেশাল,NJP Special,এসি ট্রেন,AC Train,বন্দেভারত,Vande Bharat,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

জানা যাচ্ছে চলতি মাসেই অর্থাৎ আগামী ১৫ মে থেকেই সফর শুরু করবে এই স্পেশাল ট্রেন। এখানে বলে রাখি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন  বুধবার বাদে চললেও এই ট্রেনটি প্রতি সপ্তাহের বুধবারেই  হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি এবং নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ। আসুন জেনে নেওয়া যাক এই নতুন স্পেশাল ট্রেনটির সময়সূচিসহ অন্যান্য যাবতীয় তথ্য।

আরও পড়ুন: ‘বন্ধ’ হওয়ার মুখে Mutual Fund অ্যাকাউন্ট! আধার কার্ডের মাধ্যমে KYC না করালেই মহা বিপদ 

 

ভারতীয় রেল,Indian Railways,ট্রেন,Train,হাওড়া,Howrah,এনজিপি স্পেশাল,NJP Special,এসি ট্রেন,AC Train,বন্দেভারত,Vande Bharat,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

রেল সূত্রে খবর ট্রেন নম্বর ০২৩০৯ নিউ জলপাইগুড়ি স্পেশাল ফেয়ার এসি সুপারফাস্ট ট্রেনটি প্রতি সপ্তাহের বুধবার হাওড়া স্টেশন থেকে সকাল ৫:৫৫ মিনিটে ছাড়বে। যা আসলে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সময়সূচী। এই ট্রেনটি নিউ জলপাইগুড়ি পৌঁছাবে দুপুর ১:২৫ মিনিটে। অন্যদিকে ০২৩০১ হাওড়া স্পেশাল ফেয়ার এসি সুপারফাস্ট ট্রেনটি প্রতি সপ্তাহের বুধবার দুপুর ৩টের সময় নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ছাড়বে এবং হাওড়া স্টেশনে পৌঁছাবে রাত ১০:৩৫ মিনিটে।

Avatar

anita

X