নিউজশর্ট ডেস্কঃ অনেকেই অর্থ বিনিয়োগ করে মোটা টাকা রিটার্ন পাওয়ার জন্য নানা রকমের স্ক্যামে জড়িয়ে পড়েন। এক্ষেত্রে রিটার্ন তো পাওয়া হয়ই না, বরং তার বদলে নিজের কষ্টে উপার্জিত টাকা ডুবে যায়। আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে জানাবো একটা স্টকের কথা। যেখানে এক সপ্তাহে দ্বিগুন(Money Double) অর্থ ফেরত পেয়েছেন বিনিয়োগকারীরা।
অনেকেই শেয়ারবাজারে অর্থ এবং মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করতে চান না। তবে শেয়ারবাজারে অর্থ রাখলেই অনেক সময় মিরাকেল ঘটতে পারে। এখানে মাত্র কয়েক মিনিটে লাখপতি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি ৭ দিনে পয়সা ডবল হতে পারে। তবে এই কথাটি শুনতে অবাক লাগলে এই এক সপ্তাহে টাকা ডবল করার অলৌকিক ঘটনা ঘটিয়েছে একটি আইপিও।
স্টোরেজ টেকনোলজিস অ্যান্ড অটোমেশনের শেয়ার ৭৮ টাকার ইস্যু মূল্যের বিপরীতে ১৪৮ টাকায় তালিকাভুক্ত হয়। আর এই টাকা মাত্র কয়েক মিনিটের মধ্যে ১৫৫ টাকায় পৌঁছে যায়। আর এখানে অর্থ বিনিয়োগ করে বিনিয়োগকারীরা এক সপ্তাহের মধ্যে এই বিশাল টাকা রিটার্ন পেয়েছেন। এই আইপিওটি ৩০শে এপ্রিল সাবস্ক্রিপশনের জন্য খোলা হয়েছিল। এরপর ৩ মে বন্ধ হয়। তালিকাভুক্ত হয় ৯ মে।
আরও পড়ুন: KYC: ‘বন্ধ’ হওয়ার মুখে Mutual Fund অ্যাকাউন্ট! আধার কার্ডের মাধ্যমে KYC না করালেই মহা বিপদ
যদিও এই তালিকাভুক্তির পর শুক্রবার এই আইপিওর শেয়ার কিছুটা চাপের মধ্যে ছিল। বৃহস্পতিবার এই কোম্পানির শেয়ারের ক্লোজিং প্রাইস ছিল ১৪৫.৪০ টাকা। সেখান থেকে শুক্রবার বাজার খুলতে পাঁচ শতাংশ পতনের ফলে দাম গিয়ে দাঁড়িয়েছে ১৩৮.১৩ টাকায়। অর্থাৎ এই শেয়ারে পাঁচ শতাংশের লোয়ার সার্কিট রয়েছে। এই সংস্থা ২৯ কোটি টাকার আইপিও এনেছিল।
৩৮ লক্ষ শেয়ারের একটি নতুন ইক্যুটি ইস্যু করা হয়েছিল যা ২০০ বারের বেশি সাবস্ক্রাইব করে ফেলেছেন বিনিয়োগকারীরা। এই সংস্থা আইপিওর আওতায় প্রত্যেক শেয়ার প্রতি ৭৩ থেকে ৭৮ টাকা মূল্যসীমা নির্ধারণ করেছিল। এই আইপিওর-এর মাধ্যমে আসা অর্থ কোম্পানি কার্যকরী মূলধনের প্রয়োজনীয় মেটানোর জন্য এবং সাধারণ ব্যবহারের জন্য ব্যয় করবে বলে জানিয়েছে।