নিউজশর্ট ডেস্কঃ অনেকের বাড়িতেই ছোটখাটো চাষ করার মত জমি কিংবা বাগান থাকে, যেখানে অনেকটা জায়গা রয়েছে। এই জায়গা ফাঁকা রেখে না দিয়ে এই জিনিস চাষ করতে পারলে মোটা টাকা উপার্জন(Earning Tips) করা সম্ভব হয়। আজকের এই প্রতিবেদনে এই চাষ সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত তথ্য জানাবো।
আপনি আপনার বাড়ির বাগানে মাইক্রো লঙ্কার শুরু করতে পারেন। এই লঙ্কা আকারে খুব ছোট হয় তবে এই লঙ্কার ঝাল প্রচুর। জানা গিয়েছে, জৈব সার ব্যবহার করেই এই লঙ্কার চাষ করা সম্ভব। এমনিতেই সারা বছর জুড়ে লঙ্কার চাহিদা থাকে প্রচুর। সারা বছরই চাষিরা লঙ্কার চাষ করে থাকেন। তবে এই মাইক্রো লঙ্কার চাষ যদি করা যায় তাহলে অনেক টাকা রোজগার করা সম্ভব।
বর্ষাকালের শুরুতে এই মাইক্রো লঙ্কার চাষ সবথেকে ভালো হয়। তবে গরমকালে যদি চাষ করতে হয় তাহলে জল বেশি পরিমাণে দিতে হবে। আর শীতকালে লঙ্কার গাছের পাতা যেহেতু শুকিয়ে যায়, সেই কারণেই জমিতে ভালোভাবে সার দিতে হয়। মাইক্রো লঙ্কা দোআঁশ মাটিতে চাষ ভালো হয়। এছাড়া বেলে মাটিতেও এই চাষ করা যায়।
আরও পড়ুন: Business Idea: একঘেয়ে চাকরি ছেড়ে শুরু করতে পারেন এই ব্যবসা, মাসের রোজগার গুণে শেষ হবে না
এই চাষ শুরু করার আগে চারা রোপনের আগে মাটিকে তিন থেকে চারবার কোদাল চালিয়ে ভালো করে উর্বর করে নিতে হয়। এরপর চারা রোপনের আগে পচা গোবর সার ওই মাটিতে দিতে হয়। লঙ্কার বীজ আগে শুকিয়ে নিয়ে তারপর ওই মাটিতে ছড়াতে হবে। এরপর ৭ দিনের মধ্যেই চারা বের হয়ে যাবে।
এই চারা বের হবার পর চারাগুলোকে যাতে মাটির সঙ্গে মিশিয়ে না যায় সেই কারণে খড় দিয়ে ছোট ছোট করে কেটে বেডে ছড়িয়ে দেওয়া হবে। তাহলে ছোট লঙ্কা চারা সোজাসুজি বেড়ে উঠতে পারবে। এরপর ১ থেকে দেড় মাসের মধ্যেই মাইক্রো লঙ্কার গাছে প্রচুর ফলন দেখা যাবে। বাজারে এই লঙ্কা ১১০ থেকে ১৩০ টাকা প্রত্যেক কেজিতে বিক্রি হয়। ভালোভাবে কাজ করতে পারলে এই লঙ্কার গাছ থেকে মোটা টাকা রোজগার করা যাবে।