নিউজশর্ট ডেস্কঃ বাংলা সিরিয়ালের ভাগ্য পুরোটাই নির্ভর করে এখন টিআরপির ওপর। প্রত্যেক সপ্তাহেই টিআরপি রিপোর্ট প্রকাশিত হয়। আর সিরিয়ালের কলাকুশলীদের মত দর্শকেরা ও এই টিআরপি লিস্ট(TRP List) জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন।
চলতি সপ্তাহে চলে এসেছে বাংলা সিরিয়ালের নতুন টিআরপি লিস্ট। এখন একদিনে চলছে লোকসভা নির্বাচন, অন্যদিকে আইপিএল। যার ফলে বাংলা সিরিয়ালের টিআরপি লিস্টেও বিরাট প্রভাব পড়েছে। সমস্ত ধারাবাহিকের অনেকখানি নম্বর কমেছে। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই সপ্তাহের টার্গেট রেটিং পয়েন্ট(Target Rating Point List) লিস্ট।
চলতি সপ্তাহে সকলকে চমকে দিয়ে প্রথমবার বেঙ্গল টপার হয়েছে ‘কথা’। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৬.১। এছাড়া দ্বিতীয় স্থানে রয়েছে ‘গীতা এলএলবি’। এই মেগা নম্বর পেয়েছে ৬.০। এরপর তিন নম্বর স্থানে রয়েছে ‘ফুলকি’। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৫.৯। আর চতুর্থ স্থানে জায়গাও হয়েছে ‘নিম ফুলের মধু’র। এই সিরিয়াল পেয়েছে ৫.৭। এরপর পঞ্চম স্থানে নেমে এসেছে এক সময়ের বেঙ্গল টপার ‘জগদ্ধাত্রী’। এই সিরিয়ালের নম্বর ৫.৪।
চলুন তাহলে প্রথম দশে কোন কোন মেগা রয়েছে সেই তালিকা একবার দেখে নেওয়া যাক-
প্রথম – কথা (৬.১)
দ্বিতীয় – গীতা এলএলবি (৬.০)
তৃতীয় – ফুলকি (৫.৯)
চতুর্থ – নিম ফুলের মধু (৬.৬)
পঞ্চম- জগদ্ধাত্রী (৫.৪)
ষষ্ঠ – কোন গোপনে মন ভেসেছে (৪.৯)
সপ্তম – বঁধুয়া (৪.৭)
অষ্টম- অনুরাগের ছোঁয়া (৪.৬)
নবম – রোশনাই (৪.৪)
দশম – জল থই থই ভালোবাসা (৪.২)