নিউজশর্ট ডেস্কঃ বর্তমান সময়ে একার ওপর সংসার চালানো মুশকিল হয়ে দাঁড়িয়েছে। তাই স্বামী এবং স্ত্রী উভয়কেই কঠোর পরিশ্রম করতে হয়। তা নাহলে সংসার চালানো অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। এখন যেভাবে জিনিসপত্রের দাম বেড়ে চলেছে সেখানে স্বামী এবং স্ত্রী দুজনেই রোজগার করলে তবে খুব একটা সমস্যায় পড়তে হয় না। অনেক মহিলায় অফিসে কাজ করেন। কেউ কেউ আবার সংসার সামলে বাড়িতে অবসর সময়ে অর্থ উপার্জন করার চেষ্টা করে থাকেন।
যদিও কিভাবে অর্থ উপার্জন করলে রোজগার অনেক বাড়বে সেই সম্পর্কে অনেকের ধারণা নেই। আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে বেশ কয়েকটি কাজের সুযোগ(Work From Home Jobs) সম্পর্কে জানাবো। যেখানে ঘরে বসে ও মোটা টাকা রোজগার করা যেতে পারে।
১) ডেটা এন্ট্রি: ডেটা এন্ট্রির কাজ ন্যূনতম বিনিয়োগে বেসিক কিছু দক্ষতা নিয়েও শুরু করা যায়। এরপরে পর্যাপ্ত টাইপিং দক্ষতা বাড়লে এবং বেসিক কম্পিউটার সম্পর্কে জ্ঞান থাকলে আর ইন্টারনেট পরিষেবা ভালো হলে আপনি বাড়ি বসেই ডেটা এন্ট্রির কাজ করতে পারেন। বিভিন্ন অনলাইন প্লাটফর্মে ডেটা এন্টির কাজের সুযোগ রয়েছে। এক্ষেত্রে আপনি যদি সঠিক জায়গায় নিজেকে নিযুক্ত করতে পারেন তাহলে মোটা অংকের টাকা উপার্জন হবে।
২) হস্তশিল্প: আপনি যদি হস্তশিল্প সম্পর্কে ওয়াকিবহুল থাকেন, তাহলে ঘরে বসে অর্থ উপার্জন করতে পারবেন। এক্ষেত্রে এখন হস্তশিল্পের বিভিন্ন রকমের কাজ রয়েছে, যেগুলোর সঙ্গে যুক্ত হতে পারলে মোটা টাকা রোজগার করা যায়। এখন অনলাইনেও হস্তশিল্পের জিনিস বিক্রি করার সুযোগ রয়েছে।
৩) অনুবাদক: আপনার যদি একাধিক ভাষায় দক্ষতা থাকে, তাহলে আপনি বহুভাষিক হিসেবে স্বীকৃতি পেতে পারেন। আপনি যদি নির্দিষ্ট ভাষায় ডিগ্রি সম্পন্ন করতে পারেন। তাহলে এখানেও অনুবাদক হিসেবে কাজের সুযোগ রয়েছে। Google এবং facebook-এর মত অনেক কোম্পানিতে অনুবাদক নিয়োগ করা হয়। এখানে ঘরে বসেও কাজ করার সুযোগ আছে।
৪) ভিজ্যুয়াল অ্যাসিস্ট্যান্ট: বর্তমানে ভিজুয়াল অ্যাসিস্ট্যান্ট ভীষণ জনপ্রিয় একটি কাজ হয়ে দাঁড়িয়েছে। আপনি অনলাইনে কিংবা কোন কোম্পানির সহকারী হিসেবে কাজ করতে পারেন। এক্ষেত্রে বাড়ি থেকে কাজ করে মোটা টাকা রোজগারের সুযোগ আছে। অর্থাৎ মহিলারা নিজেদের সংসার সামলে এই কাজগুলোতে যদি নিযুক্ত হতে পারেন, তাহলে প্রচুর টাকা রোজগার করতে পারবেন।