নিউজশর্ট ডেস্কঃ ভারতের দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থা Bharti Airtel। এই মুহূর্তে দেশের প্রায় ৪০.৬ কোটি গ্রাহক এয়ারটেল-এ রয়েছেন। তবে এইসব গ্রাহকদের এবার মাথায় হাত পড়বে। তার কারণ সংস্থার পক্ষ থেকে এবার ট্যারিফ রেট বৃদ্ধি করা হতে পারে বলে জানা গিয়েছে।
আর স্বাভাবিকভাবেই এই ট্যারিফ রেট বৃদ্ধি করলে তার প্রভাব গ্রাহকদের উপর পড়বে। এই ট্যারিফ রেট বৃদ্ধি করার ফলে এয়ারটেলে গ্রাহকদের সস্তার দিন শেষ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। খুব শীঘ্রই এয়ারটেলের ট্যারিফ রেট বাড়বে বলে বিভিন্ন সূত্র মারফত জানা গিয়েছে।
এই প্রসঙ্গে ইঙ্গিত দিয়েছেন স্বয়ং সংস্থার সিইও গোপাল ভিত্তল। এই মোবাইলের রিচার্জ প্ল্যানের খরচ কেন বৃদ্ধি করা হবে সে প্রসঙ্গে তিনি যুক্তি দিয়েছেন তিনি বলেছেন যে আগামী দিনে মোবাইল খরচ বৃদ্ধি করা জরুরী। তিনি যা দাবি করেছেন সেই অনুযায়ী, বর্তমানে এয়ারটেলের প্রত্যেক গ্রাহক পিছু সংস্থার আয় অর্থাৎ ARPU রয়েছে প্রায় ২০০ টাকা। তবে এই আয় যথেষ্ট নয়।
এই সংস্থার গ্রাহক পিছু আয় ৩০০ টাকাও করা হয়, তাহলেও বিশ্বের সবচেয়ে কম ARPU। ২০২৩ সালের চতুর্থ ত্রৈমাসিক রিপোর্টে এয়ারটেলের ARPU ছিল ১৯৩ টাকা। ২০২৪ সালের প্রথম ত্রৈমাসিকে সেই ARPU ১৬ টাকা করে বেড়েছে, এক্ষেত্রে গিয়ে দাঁড়িয়েছে ২০৯ টাকা। এক্ষেত্রে সংস্থার ARPU বাড়লেও গ্রাহকদের রিচার্জ প্ল্যানের ক্ষেত্রে কোন রকমের পরিবর্তন আনা হয়নি। তবে এবার যদি এই ARPU ৩০০ টাকার কাছে নিয়ে যেতে হয়, তাহলে রিচার্জ প্লানের দাম বৃদ্ধি করতে হবে।