নিউজশর্ট ডেস্কঃ স্টেট ব্যাংকের গ্রাহকদের জন্য রয়েছে একটি দারুন খুশির খবর। এবার ফিক্সড ডিপোজিটের ওপর সুদের হার বাড়িয়ে দিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া(State Bank Of India)। সাধারণ নাগরিক থেকে শুরু করে প্রবীণ নাগরিক উভয় ক্ষেত্রেই এখন স্থায়ী আমানতের ওপরে বেশি সুদ পাবেন। ১৫ ই মে থেকে এই নতুন সুদের হার কার্যকর করা হয়েছে।
এসবিআই কোন স্থায়ী আমানতে কতটা সুদের হার বাড়িয়েছে এবং কত শতাংশ বাড়িয়েছে সেই সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হলো।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া FD-তে সুদের হার: ২ কোটি টাকার কম আমানতের এবং ২ কোটি টাকার বেশি আমানতের ফিক্সড ডিপোজিটে ২৫ থেকে ৭৫ বেসিস পয়েন্ট সুদের হার বাড়িয়েছে স্টেট ব্যাংক। গত ১৫ ই মে ২০২৪ থেকে এই নতুন সুদের হার প্রযোজ্য হয়েছে। এবার থেকে সাধারণ গ্রাহক এবং প্রবীন নাগরিক উভয়ই নতুন সুদের হার পেয়ে যাবেন। তবে এটি সমস্ত মেয়াদের ফিক্সড ডিপোজিটের সুদের হার বাড়ানো হয়নি।
২ কোটি টাকার কম আমানতের ক্ষেত্রে ৭৬ দিন থেকে ১৭৯ দিনের মেয়াদের ফিক্সড ডিপোজিটের ওপর ৭৫ বেসিস পয়েন্ট সুদের হার বাড়িয়েছে। এক্ষেত্রে সাধারণ নাগরিকেরা ৪.৭৫ শতাংশের জায়গায় এবার থেকে ৫.৫০ শতাংশ সুদ পাবেন। আর প্রবীণ নাগরিকেরা ৫.২৫ শতাংশের জায়গায় ৬ শতাংশ সুদ পাবেন। তবে শুধুমাত্র খুচরো স্থায়ী আমানতের ওপরই যে সুদের হার বাড়িয়েছে এমন নয়।
২ কোটি টাকার বেশি বাল্ক ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রেও সুদের হার বাড়ানো হয়েছে। ৭ দিন থেকে ৪৫ দিনের বাল্ক ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়িয়ে ৫.২৫ শতাংশ করা হয়েছে। আর প্রবীণ নাগরিকদের জন্য ৫.৭৫ শতাংশ করা হয়েছে। এছাড়া ৪৬ দিন থেকে ১৭৯ দিনের ফিক্সড ডিপোজিটে সাধারণ গ্রাহকদের ৬.২৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের ৬.৭৫ শতাংশ সুদ দেওয়া হবে।
সাধারণ গ্রাহকদের জন্য SBI-এর নতুন সুদের হার:
- ৭ দিন থেকে ৪৫ দিন – ৩.৫০ শতাংশ
- ৪৬ দিন থেকে ১৭৯ দিন – ৫.৫০ শতাংশ
- ১৮০ দিন থেকে ২১০ দিন – ৬.০০ শতাংশ
- ২১১ দিন থেকে ১ বছরের কম – ৬.২৫ শতাংশ
- ১ বছর থেকে ২ বছরের কম – ৬.৮০ শতাংশ
- ২ বছর থেকে ৩ বছরের কম – ৭.০০ শতাংশ
- ৩ বছর থেকে ৫ বছরের কম – 6.৭৫ শতাংশ
- ৫ বছর এবং ১০ বছর পর্যন্ত – ৬.৫০ শতাংশ
প্রবীণ নাগরিকদের জন্য SBI-এর নতুন সুদের হার:
- ৭ দিন থেকে ৪৫ দিন – ৪ শতাংশ
- ৪৬ দিন থেকে ১৭৯ দিন – ৬.০০ শতাংশ
- ১৮০ দিন থেকে ২১০ দিন – ৬.৫০ শতাংশ
- ২১১ দিন থেকে ১ বছরের কম – ৬.৭৫ শতাংশ
- ১ বছর থেকে ২ বছরের কম – ৭.৩০ শতাংশ
- ২ বছর থেকে তিন বছরের কম – ৭.৫০ শতাংশ
- ৩ বছর থেকে ৫ বছরের কম – ৭.২৫ শতাংশ
- ৫ বছর থেকে ১০ বছর পর্যন্ত – ৭.৫০ শতাংশ