Child's Scheme

Child’s Scheme: রোজ ৬ টাকা করে জমালে রিটার্ন মিলবে প্রচুর টাকা, সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা থাকবে না

নিউজশর্ট ডেস্কঃ বিশেষজ্ঞরা সবসময় বলছেন যে যত টাকা রোজগার করা হয়, তার মধ্যে থেকে কিছু টাকা অবশ্যই সঞ্চয় করা উচিত। তা নাহলে জরুরি পরিস্থিতিতে বিরাট সমস্যাতে পড়তে হতে পারে। তাই প্রতি মাসে নিজের উপার্জনের একটা অংশ অবশ্যই সঞ্চয় করার পরামর্শ দিয়ে থাকেন আর্থিক বিশেষজ্ঞরা। তাহলে যে কোন আর্থিক পরিস্থিতিতে অর্থের দরকার পড়লে কোন সমস্যা হবে না।

সবসময় মনে রাখবেন সঞ্চয় একটি ভাল অভ্যাস। ব্যাংক এবং পোস্ট অফিসে অর্থ সঞ্চয় করার অনেক সুবিধাজনক। এখানে নিরাপদে এবং নিশ্চিত রিটার্নের সুবিধা রয়েছে। তবে অনেকেই ফিক্সড ডিপোজিটের টাকা বিনিয়োগ করতে বেশি পছন্দ করেন। তার কারণ ফিক্সড ডিপোজিটে প্রত্যেক বছর সুদ পাওয়া যায়। ব্যাংকের তুলনায় পোস্ট অফিসে অনেক বেশি প্রকল্প রয়েছে। আজকের এই প্রতিবেদনে এমনই একটি লাভজনক প্রকল্প(Child’s Scheme) সম্পর্কে আপনাদেরকে জানাবো।

এই প্রকল্পটি হল বাল জীবন বীমা যোজনা। শিশুদের এই প্রকল্পে জীবন বীমা কভার করা হয় এবং নিশ্চিত রিটার্ন মিলে। প্রত্যেকদিন মাত্র ৬ টাকা জমা করলে ম্যাচুরিটিতে ১ লাখ টাকা রিটার্ন পাওয়া যাবে। আর কেউ যদি রোজ ১৮ টাকা জমা করেন, তাহলে ম্যাচুরিটিতে তিনি পাবেন ৩ লক্ষ টাকা। এই প্রকল্পে প্রত্যেকদিন ৬ টাকা থেকে ১৮ টাকা পর্যন্ত জমা করা যায়। এই প্রকল্প শুধুমাত্র শিশুদের নামেই করা যাবে।

Child's Scheme

আরও পড়ুন: SIP: বেশি লোভ করলেই মুশকিল, SIP-তে বিনিয়োগ করার আগে মাথায় রাখুন এই ৪ টি জিনিস, নাহলে নষ্ট হবে টাকা

এক্ষেত্রে শিশুর বয়স ৫ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে। এই স্কিমে বিনিয়োগের জন্য পিতা-মাতার বয়সও নির্বাচন করা হয়। এই স্কিমে বিনিয়োগের ক্ষেত্রে পিতা-মাতার বয়স ৪৫ বছরের বেশি হওয়া উচিত নয়। আর এই প্রকল্প শুধুমাত্র ২ সন্তানের জন্যেই প্রযোজ্য আছে। এর থেকে বেশি সংখ্যক সন্তান থাকলে এই প্রকল্পের সুবিধা গ্রহণ করা যাবে না। আপনার বাড়ির কাছাকাছি কোন পোস্ট অফিসে গিয়ে এই স্কিম সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন।

Children's Investment Plan

এই প্রকল্পে বিনিয়োগের ক্ষেত্রে আবেদনকারী পরিচয় পত্র এবং ঠিকানার প্রমাণপত্র জমা দিয়ে একাউন্ট খুলতে হবে। এই প্রকল্প চলাকালীন যদি পিতা-মাতা মারা যান তাহলে প্রিমিয়াম মুকুব করে দেওয়া হয়। আর এই ঘটনা ঘটলে শিশুকে পলিসির প্রিমিয়াম দিতে হবে না। চাইল্ড লাইফ ইন্সুরেন্স-এর অধীনে প্রত্যেক বছর ১০০০ টাকার নিশ্চিত পরিমাণে ৪৮ টাকা বোনাস দেওয়া হয়। অর্থাৎ শিশুদের ভবিষ্যতের জন্য এটি একটি লাভজনক স্কিম।

Papiya Paul

X