নিউজশর্ট ডেস্কঃ গোটা বিশ্বজুড়ে শ্রেষ্ঠ ধনকুবেরদের তালিকায় এবার বিরাট পরিবর্তন আসতে চলেছে। আর এই তালিকায় পিছিয়ে গিয়েছেন ভারতের অন্যতম ধনী ব্যক্তি মুকেশ আম্বানি(Mukesh Ambani)। ব্লুমবার্গ বিলিওনেয়ার্স অনুসারে জানা গিয়েছে যে বুধবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ-এর চেয়ারম্যানের মোট সম্পদের ৩৭ কোটি ডলারে পতন হয়েছে। যার ফলে আম্বানির মোট সম্পদের পরিমাণ কমে হয়েছে ১০৮ বিলিয়ন ডলার।
আর এর ফলে তিনি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় পিছিয়ে দ্বাদশ স্থানে জায়গা করেছেন। আর এই পরিসংখ্যার অনুযায়ী, মুকেশ আম্বানির চেয়ে এগিয়ে রয়েছেন আমেরিকার মাইকেল ডেল। গত বুধবার ডেলের মোট সম্পদ বেড়েছে ৬.৭৬ বিলিয়ন ডলার। আর তিনি এখন বিশ্বের শ্রেষ্ঠ ধনী ব্যক্তিদের তালিকায় ১১ নম্বরে রয়েছেন। এই বছর তার মোট সম্পদের পরিমাণ ৩৪.৬ বিলিয়ন ডলার বেড়েছে।
চলতি বছরের রিপোর্ট অনুযায়ী, ফেসবুকের মেটা প্লাটফর্মের সিইও মার্ক জুকারবার্গ এই বছরে সবথেকে বেশি আয় করেছেন । তিনি মোট আয় করেছেন ৪৩.১ বিলিয়ন ডলার। আর চলতি বছরের দ্বিতীয় স্থানে রয়েছেন এনভিডিয়ার প্রতিষ্ঠাতা এবং সি ইও জেনসেন হুয়াং। চলতি বছরের তার মোট সম্পদের পরিমাণ ৩৯.৩ বিলিয়ন ডলার বেড়েছে।
আরও পড়ুন: SBI: গ্রাহকদের জন্য সুখবর, ফের সুদের হার বাড়ালো SBI! এই ঝাক্কাস অফার মিস করলে পস্তাবেন
চলুন তাহলে বিশ্বের সবথেকে ধনী ব্যক্তিদের তালিকায় কারা কারা রয়েছেন, সেই লিস্ট দেখে নেওয়া যাক:
১) বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে বিবেচিত হয়েছেন ফ্রান্সের বার্নার্ড আর্নল্ট। যাঁর মোট সম্পদের পরিমাণ হল ২২২ বিলিয়ন ডলার।
২) দ্বিতীয় স্থানে রয়েছেন জেফ বেজোস (২০৮ বিলিয়ন ডলার)
৩) তৃতীয় স্থানে রয়েছেন ইলন মাস্ক (১৮৭ বিলিয়ন ডলার)।
৪) চতুর্থ স্থানে রয়েছেন মার্ক জুকেরবার্গ(১৭১ বিলিয়ন ডলার)।
৫) বিল গেটস রয়েছেন পঞ্চম স্থানে (১৫৪ বিলিয়ন ডলার),
৬) ষষ্ঠ স্থানে ল্যারি পেজ (১৫৩ বিলিয়ন ডলার),
৭) সপ্তম স্থানে রয়েছেন স্টিভ বলমার (১৪৬ বিলিয়ন ডলার),
৮) অষ্টম স্থানে সের্গেই ব্রিন (১৪৫ বিলিয়ন ডলার),
৯) নবম স্থানে ওয়ারেন বাফেট (১৩৬ বিলিয়ন ডলার)
১০) দশম স্থানে রয়েছেন ল্যারি এলিসন (১৩৬ বিলিয়ন ডলার)।
গৌতম আদানীর মোট সম্পদের পরিমাণ: ভারতের অন্যতম আরেক ধনকুবের গৌতম আদানি ১০০ বিলিয়ন ডলারের ক্লাবে যোগ দিয়েছেন। বুধবার তার মোট সম্পদ ১.১৪ বিলিয়ন ডলার বেড়েছে। এই বছরে তার মোট সম্পদ ১৫.৯ বিলিয়ন ডলার বেড়েছে। বিশ্বের সবথেকে ধনী ব্যক্তিদের তালিকায় তিনি এখন ১৫ নম্বরে রয়েছেন। আর সবথেকে বেশি সম্পদ হারিয়েছেন ইলন মাস্ক। তিনি বুধবার তার মোট সম্পদ ২.৫৫ বিলিয়ন হারিয়েছে ন। এই বছরের এখনো পর্যন্ত ৪১.৮ বিলিয়ন ডলারের সম্পদ হারিয়েছেন তিনি।