নিউজশর্ট ডেস্কঃ এখন Maruti Swift-এর নতুন ভার্সনের জন্য অপেক্ষা করছেন গাড়ি প্রেমীরা। তবে এর মধ্যেই Tata একটি নতুন গাড়ি এনেছে। যেটি নিয়ে চারিদিকে শোরগোল পড়ে গিয়েছে। এই গাড়িটি হল Tata Punch। এমনকি এই গাড়িটি Suv Tata Punch সবথেকে বিক্রি হওয়া গাড়ির তালিকায় শীর্ষে চলে এসেছে। এই গাড়িটির CNG ইঞ্জিনের পাশাপাশি ইলেকট্রিক ইঞ্জিন রয়েছে।
তবে SWIFT এখন শুধুমাত্র পেট্রোল এবং সিএনজি ইঞ্জিনে মার্কেটে উপলব্ধ আছে। তাই এবার মারুতি কোম্পানিও Swift-এর EV ভার্সেন নিয়ে কাজ শুরু করেছে। পরিসংখ্যান বলছে, চলতি বছরে Tata Punch-এর জনপ্রিয়তা অনেক বেড়েছে। ২০২৪-এর এপ্রিল মাসে এই গাড়ি বিক্রি হয়েছে মোট ১৯,১৫৮ ইউনিট। আর ২০২৩-এর এপ্রিলে এই গাড়ি বিক্রি হয়েছিল ১০,৯৩৪ ইউনিট।
Tata Punch-এর কি কি ফিচার্স আছে?
১) এই গাড়িটি একবার ফুল চার্জে ৪২১ কিলোমিটার পর্যন্ত চলতে পারে।
২) এই গাড়িটি সিএনজিতে ২৬.৯৯ km/kg এবং পেট্রোলে ২০.০৯ kmpl মাইলেজ দেয়।
৩) এই গাড়িটিতে ৩৬৬ লিটারের একটি বুট স্পেস আছে।
৪) এই গাড়িটির ১৮৭ মিমির গ্রাউন্ড ক্লিয়ারেন্স আছে। যার ফলে খারাপরাস্তি তো এই গাড়িটি আরামদায়ক সফর করতে সাহায্য করবে।
৫) এই গাড়িতে ক্যামেরা এবং এলইডি লাইট উপলব্ধ আছে।
আরও পড়ুন: Vi 5G: 4G পুরো অতীত, এবার শীঘ্রই 5G লঞ্চ করছে Vi! জেনে রাখুন লঞ্চের সময়সূচি
এছাড়া এই গাড়িটির বেস মডেলের এক্স শোরুমের দাম হল ৭.৫৪ লক্ষ টাকা। আর CNG মডেলের দাম শুরু হচ্ছে ৮.৮৭ লক্ষ টাকা। এছাড়া এই গাড়ির টপ ভেরিয়েন্ট-এর দাম ১২.৮৫ লক্ষ টাকা। এই গাড়ির সর্বোচ্চ গতি হল ১৪০ কিলোমিটার প্রতি ঘন্টায়।
নতুন Swift-এর বিশেষ ফিচারস: এই নতুন Swift 9 গাড়িটি এক্স শোরুম দাম শুরু হচ্ছে ৭.৫৭ লক্ষ টাকা। এই গাড়িটিতে নতুন Z সিরিজের একটি হাইব্রিড ইঞ্জিন আছে। এছাড়া এই গাড়িটিতে ১১৯৭ সিসির একটি শক্তিশালী পেট্রোল ইঞ্জিন রয়েছে। এই গাড়ির ইলেকট্রিক ভার্সন এখনো বের হয়নি।