Success Story

Success Story: বাবার সাথে মনোমালিন্য, ১০ হাজার টাকায় শুরু করেন নিজের ব্যবসা, এই ব্যক্তির সাফল্যের গল্প অনুপ্রাণিত করবে

নিউজশর্ট ডেস্কঃ জীবনে কোনো ভালো কাজ করার যদি তাগিদ থাকে, তাহলে হাজার প্রতিকূলতাকে জয় করেও জীবনে সাফল্য পাওয়া যায়। তবে এই কাজের ক্ষেত্রে কঠোর পরিশ্রমের সাথেই মনের জেদ প্রবল থাকে। আজকের এই প্রতিবেদনে এমনই এক ভারতীয় সফল ব্যবসায়ীর জীবনের কাহিনী(Success Story) আপনাদের সাথে শেয়ার করবো।

মাত্র ১০ হাজার টাকা বিনিয়োগ করে ব্যবসা শুরু করেন তিনি। এখন ৩২ হাজার কোটি টাকার মালিক। আপনার নিশ্চয়ই শুনে অবাক লাগছে, আসলে এটি অবাক হওয়ার মতো ঘটনা। তবে এই ঘটনাটি পুরো সত্যি। তিনি নিজের তৈরি ব্র্যান্ডের জন্য আজ বিশ্ব বিখ্যাত হয়েছেন। খুব সহজে সফলতা আসেনি। এর জন্য তাকে প্রায় একুশ বছর অপেক্ষা করতে হয়েছে।

ব্যবসায়ী রবি মোদিকে(Ravi Modi) নিয়ে এখানে কথা হচ্ছে।  তিনি বিখ্যাত ব্র্যান্ড মান্যভারের(Manyavar) প্রতিষ্ঠাতা ও এম ডি। বর্তমানে ভারতে তার ব্র্যান্ডের ৬০০টি বেশি স্টোর রয়েছে। আইআইএফএল হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২২-এ মোদি দ্রুততম উপার্জনকারী ব্যবসায়ী হিসেবে নিজের নাম নথিভুক্ত করেছেন। এছাড়া ফোবর্সের তালিকায় এই ব্যবসায়ী সম্পত্তির পরিমাণ ৩.৪ বিলিয়ান্ ডলার বা ২৮,৩১৯ কোটি টাকা। এখন তিনি ভারতীয় সবচেয়ে ধনী মানুষদের তালিকায় ৬৪ তম স্থানে রয়েছেন।

আরও পড়ুন: Lakshmir Bhander: লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড়সড় ঘোষণা মমতার! এবার মিলবে আরো বেশি সুবিধা

কিভাবে শুরু হয় এই সফর? কলকাতায় তার বাবার একটি ছোট কাপড়ের দোকান ছিল। ছোট থেকেই তার বাবাকে কাজে সাহায্য করতেন রবি। মাত্র ১৩ বছর বয়স থেকে নিয়মিত বাবার দোকানে কাজ করতে আসতেন। নয় বছর ধরে দোকানে কাজ করার সময় তিনি বহু কাজ শিখে ফেলেছিলেন। এরপর কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে বি.কম নিয়ে স্নাতক হন। এরপর তিনি এমবিএ করার কথা ভাবলে তার বাবা বলেছিলেন যে সে নাকি গত ৯ বছর ধরে আসল এমবিএ করে ফেলেছেন। এরপরে ব্যবসার দায়িত্ব তার কাঁধে এসে পড়ে।

তিনি নিজের দোকানে সেলসম্যান হিসেবে কাজ করতে শুরু করেন। কিন্তু পরবর্তীকালে তার বাবার সঙ্গে মতবিরোধের কারণে নিজে আলাদা ভাবে কিছু করার কথা ভাবেন। তাই মায়ের কাছ থেকে মাত্র ১০ হাজার টাকা নিয়ে নিজের দোকান খুলে রবি মোদী। এরপরে তিনি তার নিজের ছেলের নামে বেদান্ত ফ্যাশন্স নামের একটি দোকান খোলেন। এই দোকানটি ভারতীয় পোশাক তৈরি করত। এরপর তার দোকানের জিনিস মানুষের পছন্দ হওয়ায় একটি এজেন্সি তাকে একটি ব্র্যান্ড দিয়ে বাজারে প্রবেশের পরামর্শ দেয়। আর এরপরই শুরু হয় মান্যবর। প্রথম ২০১১ সালে দুবাইয়ে মান্যভারের প্রথম আন্তর্জাতিক স্টোর হলেন তিনি। দেশের পাশাপাশি বিদেশেও তার ব্যবসা এখন ছড়িয়ে পড়েছে। এখন ১৬ টি আন্তর্জাতিক স্টোর রয়েছে তার সংস্থার।

Avatar

Papiya Paul

X