নিউজশর্ট ডেস্কঃ বাঙ্গালী পর্যটকদের কাছে দার্জিলিং(Darjeeling) এক অত্যন্ত প্রিয় ভ্রমনস্থল। বছরের প্রায় সবসময়ই এই জায়গাতে প্রচুর পর্যটকের ভিড় থাকে। আর পিক সিজনের অনেক বেশি পর্যটকের ভিড় থাকার জন্য হোটেল এবং অন্যান্য খরচও অনেক বেড়ে যায়। তাই যে কোন জায়গায় ঘুরতে যাওয়ার আগে সেই জায়গার হোমস্টে বা হোটেল খরচ সম্পর্কে আগে থেকে জেনে নেওয়া দরকার।
তাহলে সম্পূর্ণ ভ্রমণের ক্ষেত্রে কত খরচ হতে পারে সেই বিষয়ে আন্দাজ করা যাবে। দার্জিলিং ভ্রমণের ক্ষেত্রে অনেকগুলো সরকারি হোটেল রয়েছে, যেখানে কম খরচে থাকা এবং খাওয়ার সুযোগ রয়েছে। এই হোটেল গুলোতে থাকা এবং খাওয়ার জন্য কোন অতিরিক্ত চার্জ নেওয়া হয় না। অল্প খরচের মধ্যে পর্যটকদের সুবিধা দেওয়ার জন্য এই হোটেল গুলো খোলা হয়েছে। আজকের এই প্রতিবেদনে আপনাদের সুবিধার জন্য এমনই চারটি সরকারি হোটেলের সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হল।
১) কার্শিয়াং ট্যুরিস্ট লজ: পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন কর্পোরেশনের রোডে এই লজটি রয়েছে। এখানে মোট কুড়িটি ঘর আছে। অন্যান্য হোটেলের মত সমস্ত সুযোগ সুবিধা এখানে পাওয়া যাবে। এখানে ঘর অনেক পরিষ্কার এবং গোছানো। প্রত্যেকটি রুমেই প্রয়োজনীয় জিনিসপত্রের সাথে বিনোদনমূলক সবরকম ব্যবস্থা রয়েছে। এখানে একরাত থাকার খরচ ১৫০০ টাকা। এই লজের ফোন নম্বর ০৩৫৪২৩৪৪০৯।
২) জোরপোখারি টুরিস্ট লজ: এই লজ থেকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য দেখার সুযোগ অনেক সময় পাওয়া যায়। এখানে হোটেল রুম গুলো ছোট বড় বিভিন্ন সাইজের রয়েছে। এখানে গিজার এবং কিং সাইজ বেডের ব্যবস্থা রয়েছে। এই লজে একরাত থাকার খরচ ১০০০ টাকা থেকে ৪০০০ টাকা পর্যন্ত হতে পারে।
৩) ম্যাপেল টুরিস্ট লজ: দার্জিলিং গোর্খা হিল কাউন্সিল এলাকার কাছেই এই লজটি অবস্থিত। এখানেও ছোট বড় নানা সাইজের রুমের ব্যবস্থা রয়েছে। এখানে ডবল বেড রুম, ডবল ডিলাক্স বেড রুম রয়েছে। এখানে ঘর ভাড়া ১৫০০ টাকা থেকে শুরু। এই লজের ফোন নম্বর ০৩৫৪২২৫২৮১৩।
৪) ডাফে মুনাল টুরিস্ট লজ: এখান থেকে নানারকমের সাইড সিন জায়গা গুলোতে যাওয়া যায়। এই লজে মাত্র দুটো ঘর রয়েছে। দুটো রুমে ডবল ডিলাক্স বেডরুম। এখানে একরাত থাকার জন্য খরচ পড়বে ১৫০০ টাকা। এই লজের ফোন নম্বর ০৩৫৪২২৫৪৮৭৯।