Jio

Jio: ৪০০ টাকার কমে জব্বর অফার Jio-র, ৬ জিবি ডেটা ফ্রি, সঙ্গে ১৩ ওটিটি প্ল্যাটফর্ম দেখবেন বিনামূল্যে

নিউজশর্ট ডেস্কঃ ভারতের টেলিকম বাজারে সবথেকে উপরে রয়েছে মুকেশ আম্বানির রিলায়েন্স জিও(Jio)। এই জিও আসার পর টেলিকম বাজারে যা উন্নতি ঘটেছে তা সত্যিই ভাষায় প্রকাশ করা যাবে না। জিও ভারতে আসার আগে ভারতীয় নাগরিকদের ১ জিবি ডেটা খরচ করার জন্য প্রায় অনেক টাকা খরচ করতে হতো। আর এখন ১ জিবি ডেটা একেবারেই কম পয়সায় পাওয়া যায়।

এর পাশাপাশি রিচার্জ প্ল্যানেও অনেক চমক এসে গিয়েছে। গ্রাহকদের আকৃষ্ট করার জন্য রিলায়েন্স জিও সবসময় নতুন নতুন অফার এবং সুযোগ সুবিধা নিয়ে আসে। আর এই অফারগুলোর কাছে পিছিয়ে রয়েছে এয়ারটেল, ভোডাফোন আইডিয়া এবং বিএসএনএল রিচার্জ প্ল্যান।

আর তাই জন্য জিওর গ্রাহক সংখ্যা সবথেকে বেশি। সম্প্রতি এই জিও ৪০০ টাকার কমে একটি দুর্দান্ত রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে। যেই প্ল্যানের সঙ্গে প্রচুর ওটিটি প্লাটফর্ম বিনামূল্যে দেখার সুযোগ রয়েছে। এর সঙ্গে প্রত্যেকদিন ২ জিবি ডাটা এবং অতিরিক্ত ৬ জিবি ডাটা ফ্রি দেওয়া হচ্ছে।

Jio

আরও পড়ুন:  Chanakya Niti: সামনে ভালো কিন্তু পিছনে আপনার ক্ষতি চাইছে, এইসব মানুষের থেকে দূরে থাকতে বলেছেন চানক্য

জিও-র ৩৯৮ টাকার রিচার্জ প্ল্যান:
এই রিচার্জ প্ল্যানটির জন্য গ্রাহকদের খরচ করতে হবে ৩৯৮ টাকা। এই রিচার্জ প্ল্যানে প্রত্যেকদিন ২ জিবি ডেটা, ১০০ টি করে এসএমএস এবং আনলিমিটেড কলের সুবিধা রয়েছে। এটির ভ্যালিডিটি থাকবে ২৮ দিন। এছাড়া এই প্ল্যানে অতিরিক্ত ৬ জিবি ডাটা পুরোপুরি ফ্রিতে দেওয়া হচ্ছে। এর সাথে ১৩ টি ওটিটি প্লাটফর্মের সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে। যেগুলি হল- Sony Liv, ZEE5, জিও সিনেমা প্রিমিয়াম, লায়ন্স গেট প্লে, ডিসকভারি প্লাস, সান এনএক্সটি, কাঁচা লঙ্কা, প্লানেট মারাঠি, চোপাল, ডোকুবাই, এপিক অন, হইচই, ফ্যান কোড, জিও টিভি আর রয়েছে জিও ক্লাউড।

Jio SIM Card

এছাড়া জিও আরেকটি রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে, যার জন্য খরচ করতে হবে ৩৮৮ টাকা। প্রত্যেকদিন ২ জিবি করে ডাটা পাওয়া যাবে। এর সঙ্গে আনলিমিটেড কল এবং রোজ একসাথে ১০০ টি করে এসএমএসের সুবিধা মিলবে। এই রিচার্জ প্ল্যানটির ভ্যালিডিটি থাকবে ২৮ দিন। এই প্ল্যানে ডিজনী প্লাস হটস্টারের ৯০ দিনের সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে। এর সাথে জিও টিভি, জিও সিনেমা, জিও ক্লাউড অ্যাপ ব্যবহার করার সুযোগ রয়েছে।

Papiya Paul

X