নিউজশর্ট ডেস্কঃ অর্থ বিনিয়োগের ক্ষেত্রে সাধারণ মানুষ পোস্ট অফিস এবং ব্যাঙ্কের ওপর নির্ভর করে। তাই পোস্ট অফিস এবং ব্যাঙ্ক গ্রাহকদের কথা মাথায় রেখে সস্তায় কিছু প্ল্যান নিয়ে আসে। পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট প্ল্যানের সঙ্গে সেভিংস প্ল্যান(Post Office Savings Scheme) রয়েছে। যদি অল্প সময়ের জন্য বিনিয়োগ করতে চান তাহলে এই স্কিমে টাকা ইনভেস্ট করতে পারেন।
এই স্কিমে বেশ মোটা অংকের টাকা রিটার্ন পাওয়া যায়। এই সেভিংস স্কিমে বিনিয়োগকারীরা বার্ষিক ৪ শতাংশ হারে সুদ পেয়ে যান। আপনি যেকোনো পোস্ট অফিসে গিয়ে নিজের নামে কিংবা যৌথভাবে এই অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। এখানে মাত্র ৫০০ টাকা দিয়ে সেভিংস অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। এই অ্যাকাউন্টগুলোতে সর্বোচ্চ টাকা জমা দেওয়ার কোন সীমা নেই। যেকোনো ব্যক্তি যত খুশি পরিমাণ টাকা এই অ্যাকাউন্ট জমা রাখতে পারেন।
এই স্কিমে প্রত্যেক মাসের ১০ তারিখে অ্যাকাউন্টের সুদ এবং মাসের শেষ তারিখ হিসেবে অ্যাকাউন্টর বর্তমান ব্যালেন্সের ভিত্তিতে হিসাব করা হয়। আর এই অ্যাকাউন্টে স্কিমের সুদের হার প্রত্যেক আর্থিক বছরের শেষে অ্যাকাউন্ট-এ জমা হয়ে যায়।এই স্কিমের অ্যাকাউন্টের সুদের হার সরাসরি অর্থমন্ত্রকের দ্বারা নিয়ন্ত্রণ করা হয়।
এই স্কিমের একটি অন্যতম বিশেষ সুবিধা হল কোন ব্যক্তি যদি হঠাৎ কোনো কারণে অ্যাকাউন্ট বন্ধ করে দেন, তখন যে মাসে তিনি বন্ধ করেছেন তার আগের মাসের অ্যাকাউন্টে থাকা ব্যালেন্সের উপর সুদের টাকা দেওয়া হবে। এখানে কম করে ৫০০ টাকাও জমা করতে পারেন। আবার কোনো দরকার পড়লে এই অ্যাকাউন্ট থেকে ৫০ টাকাও তোলা যায়। তবে একটা জিনিস মনে রাখবেন এই অ্যাকাউন্টে যদি ৫০০ টাকার কম থাকে তাহলে টাকা তোলা যাবে না।
অর্থাৎ এই অ্যাকাউন্টের ন্যূনতম ব্যালান্স হিসেবে ৫০০ টাকা রাখতে হবে, তা না থাকলে চার্জ হিসেবে ৫০ টাকা কেটে নেওয়া হয়। এছাড়া যদি আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স শূন্য হয়ে যায় তাহলে কিন্তু অ্যাকাউন্টটা অটোমেটিকভাবে বন্ধ হয়ে যাবে। এছাড়া পোস্ট অফিসের এই অ্যাকাউন্টে চেক বুক, ইব্যাঙ্কিং/মোবাইল ব্যাঙ্কিং, অটল পেনশন যোজনা (APY), প্রধানমন্ত্রী নিরাপত্তা বিমা যোজনা (PMSBY), প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা (PMJJBY)-র সুবিধা মিলবে। এখানে নমিনিও রাখতে পারেন।