নিউজশর্ট ডেস্কঃ প্রত্যেকটি মানুষই ভবিষ্যতে অর্থনৈতিক সুরক্ষার জন্য কোথাও না কোথাও অর্থ বিনিয়োগ(Investment) করে থাকে। আর্থিক বিশেষজ্ঞরা সবসময় যা অর্থ উপার্জন করা হয়, তার থেকে কিছু অর্থ অবশ্যই সঞ্চয় করার পরামর্শ দিয়ে থাকেন। এক্ষেত্রে অনেকেই চান ন্যূনতম বিনিয়োগ করে বেশি মুনাফা অর্জন করা। আপনিও যদি এরকম কিছু চান, তাহলে এই LIC-এর(Life Insurance Corporation Of India)এই বিশেষ স্কিমটি শুধুমাত্র আপনার জন্যই।
LIC জীবন লাভ পলিসি: LIC সবসময় তার গ্রাহকদের কথা ভেবে নতুন নতুন প্ল্যান নিয়ে আসে। বীমার কথা বললে প্রতিটি ভারতীয়র কাছে LIC হল ভরসাযোগ্য প্রতিষ্ঠান। আজকের এই প্রতিবেদনে LIC-এর জীবন লাভ পলিসির কথা বলবো। এই নীতির বিশেষত্ব হলো এই নন-লিঙ্কড প্ল্যানটি ৯৩৬ হয়, কিন্তু এটি কোনো স্টকের উপর নির্ভরশীল নয়, এই প্ল্যানটি সম্পূর্ণ নিরাপদ।
বর্তমানে এই স্কিমে বিনিয়োগকারীরা বেশ ভালো রিটার্ন পাচ্ছেন। এই পলিসির সবচেয়ে সুবিধাজনক ব্যাপার হলো এখানে আপনাকে প্রচুর টাকা প্রিমিয়াম দিতে হবে না। আপনাকে প্রতিদিন মাত্র ৮ টাকা বিনিয়োগ করতে হবে অর্থাৎ প্রতি মাসে ২৩৩ টাকা বিনিয়োগ করলে ম্যাচুরিটির পর আপনার হাতে আসবে প্রায় ১৭ লক্ষ টাকা।
আরও পড়ুন: Chanakya Niti: এই কাজটি করুন, জীবনে সাফল্য আসতে বাধ্য! বলেছেন চাণক্য
এই পলিসির জীবন লাভ পলিসির মেয়াদ ১৬ বছর থেকে ২৫ বছর পর্যন্ত। একই সাথে, এই স্কিমে বিনিয়োগের সর্বনিম্ন বয়স ৮ বছর থেকে সর্বোচ্চ ৫৯ বছর নির্ধারণ করা হয়েছে। এই পলিসি সংক্রান্ত আরো তথ্য জানার জন্য এলআইসি অফিসে যেতে পারেন। অথবা কোনো এলআইসি এজেন্টের সঙ্গে কথা বলতে পারেন।
এমতাবস্থায় পলিসি গ্রহণকারী যদি কোনো দূর্ঘটনায় মারা যায়, তাহলে এই পলিসির সমস্ত সুবিধা নমিনি যিনি থাকেন তাকে দেওয়া হয়। একই সঙ্গে নমিনি যিনি থাকেন সেই ব্যক্তিকে বোনাসের সুবিধাও দেওয়া হয়। তাই কম টাকা বিনিয়োগ করে ভবিষ্যত সুরক্ষিত করতে চাইলে আজই বিনিয়োগ করুন LIC এর জীবন লাভ পলিসিতে।