Value Of Money

Value Of Money: টাকা জমানো শুরু করুন, ১০ লক্ষ টাকার ভ্যালু ২০ বছর পর কত হবে জানেন? জানলে চমকে যাবেন

নিউজশর্ট ডেস্কঃ বর্তমানে যে হারে জিনিসপত্রের দাম বাড়ছে এই সময় ভবিষ্যতের জন্য সঞ্চয় করা একান্ত প্রয়োজন। আর্থিক বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে এই মূল্যবৃদ্ধির বাজারে ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করা উচিত। কেউই জানেন না যে কত টাকা সঞ্চয় করলে ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে এবং কোন অসুবিধা থাকবে না।

আজকে যে টাকার মূল্য রয়েছে পরবর্তীকালে আগামী ১০ বছরে সেই টাকার মূল্য বদলে যেতে পারে। যেমন এখন ১০ লক্ষ টাকার যা ভ্যালু(Value Of Money) রয়েছে আগামী ২০ বছর পরে তা কত হতে পারে? নিশ্চয়ই অনেকেরই এই তথ্য জানতে ইচ্ছে করে। আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে এই মূল্যবৃদ্ধির বাজারের হিসেব জানাবো।

আজ থেকে ১০ বছর আগেও ১০০০ টাকার অনেক মূল্য ছিল। কিন্তু এখন ১ হাজার টাকার মূল্য অনেক বদলে গিয়েছে। জিনিসপত্রের দাম বাড়ার সঙ্গে সঙ্গে টাকার ভ্যালু কমতে থাকে। তাই লং টার্ম ফিন্যান্সিয়াল প্ল্যান তৈরি করার সময় এই মূল্যবৃদ্ধির দিকেও নজর দেওয়া একান্ত প্রয়োজন। এই কারণে যে সকল স্কিমে বিনিয়োগ করা উচিত, যেখানে মূল্যবৃদ্ধিকে টেক্কা দিতে পারে।

Money Making Tips

আরও পড়ুন: Vande Bharat: ঝামেলা-ঝক্কির দিন শেষ, এবার মাত্র ১.৩০ মিনিটে পৌঁছে যাবেন দিল্লি!

অর্থাৎ মূল্যবৃদ্ধির থেকে আপনার কাছে বেশি রিটার্ন আসবে। ভবিষ্যতের জন্য যদি কোন অর্থ সঞ্চয় করা হয় তাহলে মূল্যবৃদ্ধির বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে। কারণ ভবিষ্যতে এই একই জিনিসের জন্য আরও অনেক বেশি টাকা খরচ করতে হবে। ভারতের ক্ষুদ্র বাজারের মূল্যবৃদ্ধি এপ্রিল থেকে ১১ মাস ৪.৮৩ শতাংশ নিম্ন স্তরে ছিল। তবে লং টার্মের জন্য এই মূল্যবৃদ্ধি পাঁচ শতাংশ ধরে এগোনো যেতে পারে।

Make Money

সেক্ষেত্রে আজকে যদি কোন কিছুর জন্য ১০ লক্ষ টাকা খরচ হয় তাহলে আগামী ২০ বছর পর এসে একই জিনিসের জন্য খরচ করতে হবে প্রায় ২৬.৫৩ লক্ষ টাকা। অর্থাৎ এখনকার ১০ লক্ষ টাকার ভ্যালু ২০ বছর পরে ২৬.৫৩ লক্ষ টাকা হতে পারে।

Papiya Paul

X