Lakhsmir Bhander

Lakshmir Bhander: লক্ষীর ভান্ডার অতীত, এবার এই প্রকল্পে মহিলারা পাবেন ১ লাখ টাকা!

নিউজশর্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গ সরকারের বাসিন্দাদের কাছে লক্ষীর ভান্ডার(Lakshmir Bhander) প্রকল্পের জনপ্রিয়তা প্রচুর। বিশেষ করে মহিলাদের কাছে এই প্রকল্প খুব প্রিয়। ২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই লক্ষীর ভান্ডার প্রকল্প চালু করা হয়েছিল।

তখন থেকে মহিলাদের প্রত্যেক মাসে ৫০০ টাকা এবং তপশিলি শ্রেণীর মহিলাদের ১০০০ টাকা অনুদান দেওয়া হতো। এবার লোকসভা নির্বাচনের আগে লক্ষীর ভান্ডারে ভাতার পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছে। এখন সাধারণ শ্রেণি মহিলাদের ১০০০ টাকা এবং তপশিলি শ্রেণীর মহিলাদের ১২০০ টাকা করে অনুদান দেওয়া হয়।

তবে শুধুমাত্র এই প্রকল্প নয়, আমাদের দেশের বিভিন্ন রাজ্য যেমন মধ্যপ্রদেশের লাডলি বেহেনা যোজনা, কর্ণাটকের গ্রুহ লক্ষ্মী যোজনা চালু করা হয়েছে। প্রত্যেক মাসে মহিলাদের ব্যাংক একাউন্টে রাজ্য সরকারের তরফ থেকে টাকা পাঠানো হয়। যদিও লক্ষ্মীর ভান্ডারের মত সেক্ষেত্রে মাসিক অনুদানের পরিমাণ এতটা বেশি নয়।

আরও পড়ুন: Income Tips: বাড়িতে শুরু করুন এই ফুলের চাষ, পাবেন অনেক উপকার, সঙ্গে পকেটে ঢুকবে কাঁড়ি কাঁড়ি টাকা

তবে এবার অষ্টাদশ লোকসভা নির্বাচনের ক্ষেত্রে কংগ্রেস তাদের ইস্তেহারে প্রতিশ্রুতি দিয়েছে যে বিজেপিকে হারিয়ে যদি কংগ্রেস দেশের সরকার গঠন করতে পারে, তাহলে মহিলাদের জন্য মহালক্ষ্মী যোজনা চালু করা হবে। এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের ব্যাংক একাউন্টে প্রত্যেক বছর মোট ১ লক্ষ টাকা করে অনুদান পাঠানো হবে। এই অনুদানের বিষয়টি এখন প্রত্যেকটি নির্বাচনের সভাতেই কংগ্রেসের তরফ থেকে বারে বারে প্রচার করা হচ্ছে।

 

তবে বলে রাখা ভালো এটি শুধুমাত্র একটি প্রতিশ্রুতি। কংগ্রেস আগামী দিনে যদি জেতে তাহলে কি প্রতিশ্রুতি রাখবে সেটা আগামীদিনে জানা যাবে এবং ভোটের রেজাল্ট কি হবে তা জানার জন্য আগামী ৪ জুন পর্যন্ত দেশবাসীকে অপেক্ষা করতে হবে।

Papiya Paul

X