নিউজশর্ট ডেস্কঃ বর্তমানে তরুণ প্রজন্মরা এখন ব্যাংক এবং পোস্ট অফিসে অর্থ বিনিয়োগের(Investment) পরিবর্তে শেয়ার মার্কেটে বেশি অর্থ বিনিয়োগ করছেন। অনেকে আবার সরাসরি শেয়ার মার্কেটে বিনিয়োগ করার ক্ষেত্রে ঝুঁকির ব্যাপার থাকে, তাই জন্য মিউচুয়াল ফান্ডে(Mutual Fund) অর্থ বিনিয়োগ করেন। কারণ মিউচুয়াল ফান্ডে মাসে মাসে বিনিয়োগের মাধ্যমে শেয়ার বাজারের যে বাড়তি রিটার্ন পাওয়া যায়, সেটা অনেকেই পছন্দ করে।
এমনিতেই বিগত কয়েক মাসে ভারতের শেয়ার মার্কেট অনেক বেশি রিটার্ন দিচ্ছে। মিউচুয়াল ফান্ডে দুই ভাগে অর্থ বিনিয়োগ করা যায়। একটি হল এসআইপি এবং অপরটি হল লাম্পসাম। প্রত্যেক মাসে একটি নির্দিষ্ট হারে ব্যাংক একাউন্ট থেকে টাকা কেটে নেবে এই কারণে ব্যাংকে নির্দিষ্ট সময়ের আগে টাকা জমা দিতে হবে, আবার অনেকে একেবারে একটা মোটা টাকা একটি ফান্ডে বিনিয়োগ করতে পারেন।
কিভাবে এসআইপি-তে টাকা জমানো হয়?
এখানে প্রত্যেক মাসে এলআইসি প্রিমিয়ামের মতোই টাকা দিতে হয় এবং প্রত্যেক মাসে দেওয়া টাকার ওপরে বাজার ওঠানামা অনুযায়ী রিটার্ন জমতে থাকে। এখানে বিভিন্ন ফান্ডে অর্থ বিনিয়োগ করা হয় আবার অনেক সময় একটি ফান্ডে একেবারে মোটা টাকা জমানো হয়।
আরও পড়ুন: LIC Personal Loan: শুধু টাকা জমানো নয়, LIC থেকে পেতে পারেন লোনও! জানুন কিভাবে?
কোন মাসে এসআইপি মিস হলে কি হবে?
কোন মাসে যদি এসআইপির টাকা আপনার ব্যাংক একাউন্টে না থাকে, তাহলে অটো ডেবিট বাউন্স হবে। এর জন্য ব্যাংক আপনার কাছ থেকে পেনাল্টি নিতে পারে। এক্ষেত্রে ব্যাংক ১০০ টাকা থেকে ৭৫০ টাকা পর্যন্ত জরিমানা করতে পারে। এই এসআইপি একেবারে লোনে ইএমআই-এর মত কাজ করে।
বিশেষ দ্রষ্টব্য: এখানে শেয়ার মার্কেট সম্পর্কে যে সমস্ত তথ্য দেওয়া হয়েছে, সেগুলো শুধুমাত্র শিক্ষামূলক তথ্য হিসেবে পাঠকদের দেওয়া হচ্ছে। বিশেষভাবে মনে রাখবেন বাজার বিনিয়োগ করা বাজারগত ঝুঁকিসাপেক্ষ। তাই বিনিয়োগের আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। এখানে Newzshort কাউকে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দিচ্ছে না।