নিউজশর্ট ডেস্কঃ এখন পেনশনভোগীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হিসেবে লাইফ সার্টিফিকেট(Life Certificate) জরুরী। আপনার যদি একটি লাইফ সার্টিফিকেট থাকে তবে শুধুমাত্র আপনাকেই পেনশন দেওয়া হয় এবং পরবর্তীকালে পেনশনের পরিমাণও জারি থাকে। তাই যদি আপনার লাইফ সার্টিফিকেট না থাকে তাহলে এটি তৈরি করে ফেলুন।
বর্তমানে যে কোন ডকুমেন্ট তৈরি করার ক্ষেত্রে অনলাইনে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। আগে লাইফ সার্টিফিকেট শুধুমাত্র অফলাইনে করা হতো কিন্তু এখন অনলাইনে এই সুবিধা দেওয়া হচ্ছে। আপনি ঘরে বসেই অনলাইনে লাইফ সার্টিফিকেট তৈরি করতে পারবেন।
EPFO-এ তথ্য অনুযায়ী দেশের বহু EPFO সদস্য রয়েছেন যারা পেনশন পান। প্রত্যেক বছর এই পেনশন ভোগীদের ইপিএস স্কিমের মাধ্যমে পেনশন দেওয়া হয়। তবে এক্ষেত্রে তারা যে বেঁচে আছে সেই প্রমাণ দিতে হবে। বর্তমানে সমস্ত কিছু ডিজিটাল মাধ্যম হয়ে যাওয়ার ফলে বিশেষ সুবিধা পাওয়া যায়। এই লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার ক্ষেত্রে পেনশন ডিস্ট্রিবিউটার, ব্যাংক, কমন সার্ভিস সেন্টার, ভারতীয় পোস্ট অফিস, পোস্টম্যান, উমাং অ্যাপ বা ইপিএফ-এর মাধ্যমে লাইফ সার্টিফিকেট জমা দিতে পারেন।
কি কি ডকুমেন্ট লাগবে? এক্ষেত্রে আধার কার্ড, প্যান কার্ড, বর্তমান মোবাইল নম্বর, ইমেইল আইডি, রেশন কার্ড, ঠিকানার প্রমাণপত্র, কার্ড সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট এবং ব্যাংক পাসবুকের সমস্ত নথি লাগবে।
লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার সময়সীমা:
১) একজন সুপার সিনিয়র সিটিজেন অর্থাৎ যাদের বয়স ৮০ বছরের বেশি তাদের ক্ষেত্রে এই লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার সময়সীমা ১ অক্টোবর থেকে শুরু হবে।
২) আর প্রবীণ নাগরিক অর্থাৎ ৬০ থেকে ৮০ বছর বয়সী পেনশনভোগীদের ক্ষেত্রে ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বরের মধ্যে লাইফ সার্টিফিকেট জমা দিতে হবে।
লাইফ সার্টিফিকেট কিভাবে অনলাইনে আবেদন করা যাবে?
১) সবার প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটের হোমপেজে যেতে হবে।
২) এরপরে হোমপেজে Get a certificate অপশনে ক্লিক করতে হবে।
৩) তারপর আপনি কম্পিউটার কিংবা মোবাইল সফটওয়্যার-এর অপশন দেখতে পাবেন।
৪) এরপরে আপনাকে লাইফ সার্টিফিকেট যে বানাতে চাইছেন তার জন্য সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে।
৫) এরপর সফটওয়্যার ইনস্টল করে সেটিকে খুলতে হবে।
৬) তারপর ড্যাশবোর্ড তৈরি করার পরে অনলাইনের লাইফ সার্টিফিকেটের জন্য আবেদন করার বিকল্পটিতে ক্লিক করতে হবে।
৭) এরপর লাইফ সার্টিফিকেট অনলাইন আবেদনপত্র খুলে যাবে। এখানে সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে।
৮) এরপর প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে।
৯) সমস্ত কিছু ঠিক ভাবে জমা দেওয়ার পরে আবেদন পত্রের একটি প্রিন্ট নিজের কাছে রেখে দিতে হবে।