Business Idea: স্বামী-স্ত্রী দুজনে মিলে শুরু করুন ইউনিক ব্যবসা, এই ৩ ধরনের পাতা চাষে ইনকাম মুঠো মুঠো টাকা

নিউজশর্ট ডেস্কঃ ভারতের মতো দেশে প্রচুর পরিমাণে গাছ-গাছড়া রয়েছে। আগেকার দিনে মানুষজন খাবার খাওয়ার জন্য বিভিন্ন গাছের পাতা ব্যাবহার করতো। যদিও এখন বিভিন্ন ধরনের প্লাস্টিকের প্লেট ব্যবহার করলেও এখন বহু মানুষ সচেতনতার কারনে ধীরে ধীরে আবার পাতায় খাবার খাচ্ছেন।

এখন অনেক বড় রেস্তোরাঁতেও পাতার প্লেটেই খাবার পরিবেশন করা হয়। আর তাই যতদিন এগোচ্ছে দেশে ব্যাপক হারে বাড়ছে পাতার ব্যবসা। তাই এই সুযোগকে কাজে লাগালে আপনি অনেক টাকা রোজগার করতে পারবেন। আজকের এই প্রতিবেদনে কোন কোন পাতার ব্যবসা(Business Idea) করে আপনি মোটা টাকা ইনকাম করতে পারেন, সেই বিষয়ে আলোচনা করা হল।

কলা পাতা : শুধুমাত্র পূজার জন্যই নয়, খাবার পরিবেশনের জন্যও কলা পাতা ব্যবহার করার চল বহুদিন ধরে চলে আসছে। এছাড়া দক্ষিণ ভারতের মানুষ কলা পাতাতেই খেয়ে পছন্দ করে, ফলে সারাবছর জুড়েই দক্ষিণ ভারতেই ব্যাপক চাহিদা রয়েছে এই পাতার।

আরও পড়ুন: Jio: এক্কেবারে বিনামূল্যে এই স্পেশ্যাল সার্ভিস দিচ্ছে Jio! আপনি জানলে লুফে নেবেন ঝাক্কাস অফার

সখু পাতা: এই সখু গাছ পাহাড়ি জায়গায় দেখতে পাওয়া যায়। উত্তর ভারতের প্রায় সব বনাঞ্চলেই এই গাছটি দেখতে পাওয়া যায়। এই গাছের পাতা ছাড়াও এই গাছের কাঠও বিক্রি হয় বেশ চড়া দামে। আপনারা অনেকেই জানেন যে সখু গাছের গোড়া থেকে পাতা সমস্ত অংশই বেশ দামে বিক্রি হয়।

পান পাতা: এই পান গাছের রয়েছে অনেক ঔষধি গুণাবলী। এছাড়া বিয়েতেও পান পাতা ব্যবহারের প্রচলন রয়েছে। বিয়ের বা যে কোনো অনুষ্ঠানের মেনুতে আবার অনেকে পান খেতে পছন্দ করেন। তাই সারা ভারতেই পান পাতার প্রচুর চাহিদা রয়েছে। এই গাছের চাষ করতে পারলেও মোটা টাকা ইনকাম করা যাবে।

Papiya Paul

X