নিউজশর্ট ডেস্কঃ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে নানা রকমের স্কিম নিয়ে আসা হয়েছে। এই স্কিমে সাধারন নাগরিকের পাশাপাশি প্রবীণ নাগরিক এবং মহিলাদের জন্য অনেক স্কিম আছে। কেন্দ্রীয় সরকারের বেশিরভাগ প্রকল্পই পোস্ট অফিসের দ্বারা পরিচালিত হয়। এমনই একটি স্মল সেভিংস স্কিম রয়েছে, যেখানে ২ বছরে মাত্র ২.৩২ লক্ষ টাকা পাওয়া যাবে।
এই স্কিমগুলোতে ট্যাক্স সুবিধা থেকে শুরু করে গ্যারান্টি যুক্ত রিটার্ন পাওয়ার সুবিধা রয়েছে। যা আপনার ভবিষ্যৎ জীবনে অর্থনৈতিক চিন্তা থেকে অনেকটাই মুক্তি দেবে। আজকের এই প্রতিবেদনে পোস্ট অফিসের(Post Office Scheme) মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিম সম্পর্কে জানাবো।
মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিম: এই স্কিমের অধীনে মাত্র ১ হাজার টাকা থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত জমা করা যায়। তবে এখানে জমাকৃত অর্থের পরিমাণ ২ লক্ষ টাকার বেশি হওয়া উচিত নয়। তবে মনে রাখতে হবে, এই স্কিমের অধীনে দ্বিতীয় একাউন্ট খোলার তারিখে তিন মাসের ব্যবধান থাকতে হবে। এই স্কিমে বার্ষিক সুদের হার ৭.৫% দেওয়া হয়।
এখানে ত্রৈমাসিক ভিত্তিতে সুদ জমা করা হয়। এই স্কিমের ম্যাচুরিটির মেয়াদ মাত্র ২ বছর। এখানে টাকা জমা করার তারিখ থেকে এক বছর পরে অবশিষ্ট অর্থের সর্বাধিক ৪০ শতাংশ তুলে নিয়ে যাওয়া যাবে। এই স্কিমে অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হলে নমিনি বা পরিবারের সদস্যরা টাকা তুলতে পারবেন। এখানে টাকা তোলার পর একাউন্ট বন্ধও করা যাবে।
এখানে অ্যাকাউন্ট খোলার ছয় মাস পরে অ্যাকাউন্ট বন্ধ করার অনুমতি দেওয়া হয়। এক্ষেত্রে ২ শতাংশ কম সুদে টাকা দেওয়া হয়। এই স্কিমে সর্বাধিক ২ লক্ষ টাকা যদি কেউ অর্থ বিনিয়োগ করে থাকেন, তাহলে ৭.৫০ শতাংশ হারে ৩২০৪৪ টাকা সুদ হিসেবে পাওয়া যাবে। আর ২ বছরে ম্যাচিউরিটির পর মোট ২,৩২,০৪৪ টাকা পাওয়া যাবে।