Natural Gass

Natural Gas: রান্নার ধোঁয়া থেকে মিলবে মুক্তি, এবার পাইপে করে বাড়ি বাড়ি গ্যাস পৌঁছাবে দক্ষিণবঙ্গের এই ৬ জেলায়

নিউজশর্ট ডেস্কঃ এবার উনুনের ধোঁয়াতে রান্না করতে গিয়ে বাড়ির মহিলাদের কষ্টের দিন শেষ হতে চলেছে। এখন সরকারের বিভিন্ন প্রকল্পের আওতায় বাড়ি বাড়ি রান্নার গ্যাস পৌঁছে গিয়েছে। কিন্তু যে হারে রান্নার গ্যাসের দাম বাড়ছে সেক্ষেত্রে সাধারণ মধ্যবিত্তের মাথায় হাত পড়েছে।

প্রত্যেক মাসে কিছু না কিছু করে রান্নার গ্যাসের দাম বাড়ছে। তবে এবার মধ্যবিত্তের মনে স্বস্তি দেওয়ার জন্য আসছে প্রাকৃতিক গ্যাস(Natural Gas) সরবরাহের ব্যবস্থা। কলকাতা সহ রাজ্যের মোট ৬ টি জেলায় পাইপ লাইন মারফত বাড়ি বাড়ি প্রাকৃতিক গ্যাস সরবরাহের ব্যবস্থা করে দেওয়া হবে। এক্ষেত্রে রান্নার গ্যাসের পেছনে খরচ অনেক টাকা কমবে।

গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড সম্প্রতি এই প্রাকৃতিক সরবরাহের প্রকল্প নিয়ে এসেছে। এই সংস্থার সহযোগী প্রতিষ্ঠান বেঙ্গল গ্যাস কোম্পানি লিমিটেড এবং রাজ্যের গ্রেটার ক্যালকাটা গ্যাস সাপ্লাই কর্পোরেশন একত্রিত হয়ে এই নতুন প্রকল্প রূপায়ণের দায়িত্ব পেয়েছে।

আরও পড়ুন: Fixed Deposit Interest Rate: FD-তে ৯.১০ শতাংশ সুদ দিচ্ছে ব্যাঙ্ক! এই ৭ টি জনপ্রিয় ব্যাঙ্কের সুদের হার চমকে দেবে

ইতিমধ্যে কলকাতার সহ দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং নদীয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। আগামী দিনে এই ৬ টি জেলার মোট ৪০ টি পুরসভা এলাকায় প্রাকৃতিক গ্যাসের পাইপলাইন বসানো হবে। এক্ষেত্রে সবার আগে হুগলির মগরা রাজারামবাটি এবং নদীয়ার গয়েশপুরে দুটি গ্যাস সরবরাহ কেন্দ্র তৈরি করা হয়েছে। এই কেন্দ্রগুলো থেকেই দিল্লি রোড হয়ে একটি পাইপলাইন হাওড়ার উলুবেরিয়া পুরসভা পর্যন্ত পৌঁছে গিয়েছে।

এছাড়া দিল্লি রোড লাগোয়া হুগলির যে সমস্ত পুরসভা রয়েছে সেখানেও এই প্রাকৃতিক গ্যাস পাঠানো হবে। এছাড়া উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর বারাসাত হয়ে কলকাতা নিউটাউন বিধাননগর হয়ে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর পর্যন্ত এই প্রাকৃতিক গ্যাসের পাইপলাইন টানা হবে। জানা গিয়েছে যে এই গ্যাসের মূল যোগান দুর্গাপুরের প্ল্যান্ট থেকে আসবে।

Papiya Paul

X