Aadhaar Card

Aadhaar Card: আধার কার্ড থেকে রান্নার গ্যাস, ১ জুন থেকে ৫ টি বড় বদল, পকেটে পড়তে চলেছে টান

নিউজশর্ট ডেস্কঃ আর মাত্র একদিন পরেই শুরু হচ্ছে নতুন মাস। আর জুনের প্রথম দিন থেকেই দেশের অনেক কিছু জিনিসে পরিবর্তন আসতে চলেছে। আর এই পরিবর্তনের সরাসরি প্রভাব পড়বে আপনার পকেটে। এলপিজি সিলিন্ডারের দাম থেকে শুরু করে ক্রেডিট কার্ডে নিয়ম-কানুনেও অনেক পরিবর্তন আসতে চলেছে। চলুন তাহলে কি কি পরিবর্তন আসতে চলেছে সে সম্পর্কে জেনে নেওয়া যাক।

১) এলপিজির দামের পরিবর্তন: প্রত্যেক মাসের পয়লা তারিখে এলপিজি সিলিন্ডারের দাম পরিবর্তন করা হয়। তাই আগামী ১ জুন ২০২৪-এ সকাল ৬ টা থেকে নতুন দাম জারি হতে পারে। কিছুদিন আগে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামে পরিবর্তন দেখা দিলেও ১৪ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দামে কোন পরিবর্তন হয়নি। তবে নতুন মাসে দাম বাড়বে কিনা সেই সম্পর্কে এখনো কোনো তথ্য মিলছে না।

২) ATF এবং CNG ও PNG রেটের পরিবর্তন: তেল বিপণন সংস্থাগুলো বায়ু জ্বালানি এবং সিএনজি ও পিএনজির দামও সংশোধন করতে পারে। নতুন মাসে এই দামের পরিবর্তন ঘটতে পারে।

আরও পড়ুন: Strawberry Farming: চাকরির চিন্তা ভুলে শুরু করুন স্ট্রবেরির চাষ, অল্প দিনেই ইনকাম হবে মুঠো মুঠো টাকা

৩) SBI ক্রেডিট কার্ড: ১ জুন ২০২৪ থেকে SBI ক্রেডিট কার্ডের নিয়মেও পরিবর্তন হতে চলেছে। এবার থেকে এসবিআই-এর কিছু ক্রেডিট কার্ডের জন্য সরকারের সম্পর্কিত লেনদেনে পুরস্কার পাওয়া যাবে না। এই কার্ড গুলোর মধ্যে রয়েছে SBI কার্ড এলিট, SBI কার্ড এলিট অ্যাডভান্টেজ, SBI কার্ড পালস, SBI কার্ড প্রাইম সহ আরো বেশ কিছু কার্ড।

৪) ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা: ১ জুন ২০২৪ থেকে ড্রাইভিং পরীক্ষাগুলো বেসরকারি প্রতিষ্ঠানগুলোতেও পরিচালনা করা যেতে পারে। এতদিন পর্যন্ত এই পরীক্ষাগুলো শুধুমাত্র RTO দ্বারা পরিচালিত সরকারি কেন্দ্রগুলোতেই করা যেত। তবে মনে রাখবেন যে এই পরীক্ষা প্রক্রিয়ার শুধুমাত্র সেই সমস্ত বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে পরিচালিত হবে যারা RTO দ্বারা শিক্ষিত রয়েছে। এছাড়া ১৮ বছরের কম বয়সী কোনো নাবালকে গাড়ি চালাতে দেখলে ২৫০০০ টাকা পর্যন্ত জরিমানা করা হবে, এর সাথে ২৫ বছরের জন্য লাইসেন্সও দেওয়া হবে না।

৫) আধার কার্ড বিনামূল্যে আপডেট: ১৪ জুন পর্যন্ত বিনামূল্যে আধার কার্ড আপডেট করার সময়সীমা করে দেওয়া হয়েছে।

Papiya Paul

X