নিউজশর্ট ডেস্কঃ এখন ডিজিটাল(Digital) যুগে হাতে টাকা রাখতে পছন্দই করেন না সাধারণ মানুষ। ডেবিট কার্ড(Debit Card) ব্যবহার করে টাকা তুলতে চান। আর সেই কারণে অল্প টাকার প্রয়োজন হলেও সকলেই ছুটে যান এটিএম(ATM) কাউন্টারে(Counter)। তবে জানেন কি আপনার এই একটি অভ্যাসের জন্যই মুহূর্তের মধ্যেই ফাঁকা হয়ে যেতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট(Account)?
এখন চারিদিকে ক্রমশ বাড়ছে, এটিএম জালিয়াতির ঘটনা। এই জালিয়াতিরা কখনও বা এটিএম মেশিনের সঙ্গে লাগিয়ে দিচ্ছেন ক্যামেরা। কখনও আবার জাল করে নিচ্ছে আপনার এটিএম কার্ড। আর এতেই সব হারিয়ে নিঃস্ব হতে হচ্ছে বহু মানুষকে। তবে কিভাবে এই জালিয়াতি থেকে বাঁচতে পারবেন সেই সম্পর্কে আজকের এই প্রতিবেদনে জানাবো।
এখন এটিএম ক্লোনিং-এর মাধ্যমে খুব সহজেই আপনার কার্ডের মতো দেখতে একটি অন্যরকম জিনিস বানিয়ে নিচ্ছেন প্রতারকেরা। আর সেটাকে কাজে লাগিয়েই ফাঁকা করে দিচ্ছে সাধারণের অ্যাকাউন্ট। জানা যাচ্ছে, এটিএম ক্লোনিং বা কার্ড ক্লোনিংয়ের মাধ্যমে এই কাজ চালাচ্ছেন প্রতারকেরা। কার্ড ব্যবহারকারীর অ্যাকাউন্ট অনুমোদিত অ্যাক্সেস পাওয়ার জন্য ব্যবহার করছেন একটি বিশেষ সফটওয়্যার। সেই সফটওয়্যারের মাধ্যমে সমস্ত তথ্য পেয়ে যাচ্ছেন তারা। এরপরে খুব সহজে বানিয়ে ফেলছেন একই রকম দেখতে আরেকটি কার্ড।
আরও পড়ুন: Business Idea: মাইক্রো ATM কিনে শুরু করুন ব্যবসা, প্রতি মাসে যা কামাবেন গুনে শেষ হবে না
জানেন কিভাবে এই প্রতারণার হাত থেকে বাঁচবেন?
১) এক্ষেত্রে বারবার এটিএম-এ গিয়ে ব্যবহার করবেন না ডেবিট কার্ড। বরং হাতে রাখুন কিছু পয়সা।
২) আপনি যখনই এটিএম পিন দিচ্ছেন তখন সেটাকে ভালো করে হাত দিয়ে ঢেকে দিন। এর ফলে খুব সহজেই আপনার পাসওয়ার্ড জানতে পারবে না অন্য কেউ।
৩) মাঝেমধ্যে বদলে ফেলুন এটিএম পিন।
৪) আপনি যখন এটিএম কাউন্টারে এটিএম কার্ড ব্যবহার করছেন তখন আশেপাশে একবার চোখ বুলিয়ে নিন। বিশেষ নজর রাখতে হবে কিপ্যাড এর উপরের অংশে।
৫) বিপদে পড়লেও ফাঁকা নির্জন জায়গায় থাকা এটিএম কাউন্টার কখনই ব্যবহার করবেন না।