Weekend Destination near Kolkata Paushi Village How to Reach where to stay what to see

দীঘা-পুরী অতীত! কলকাতার কাছের এই সুন্দরী গ্রামই এখন সবার পছন্দের উইকেন্ড ডেস্টিনেশন

নিউজশর্ট ডেস্কঃ ভালো খাবার হোক বা ভ্রমণ (Travel) বাঙালির দুটোর কোনোটাতেই না নেই! অবশ্য হবে নাই বা কেন বলুন তো? ঘুরতে যেতে কার না ভালো লাগে! এই যেমন ইচ্ছে হলেই দীঘা, পুরী কিংবা দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দেয় বাঙালি। এই তিন জায়গা এতটাই পছন্দ যে শর্তে দীপুদা বললেই চিনে যায় সকলে। তবে এবার কলকাতার কাছেই এক দুর্দান্ত উইকেন্ড ডেস্টিনেশনের (Weekend Destination) হদিশ রইল আপনাদের জন্য।

আসলে ভ্রমণের বিষয়ে প্রত্যেকের পছন্দই ভিন্ন। কেউ সমুদ্র খোঁজেন তো কেউ খোঁজেন পাহাড় তো কেউ আবার শান্ত গ্রাম্য পরিবেশ। শহুরে ব্যস্ততার জীবন থেকে ছুটি নিয়ে যদি একটু মানসিক শান্তি আর খোলা আকাশের নিচে প্রকৃতিকে উপভোগ করতে চান তাহলে গ্রাম্য পরিবেশের তুলনা নেই। তাই তো কলকাতার কাছেই এক সুন্দরী গ্রামের খোঁজ নিয়ে হাজির নিউজশর্টের পর্দায়।

কলকাতা থেকে খুব বেশি দূরে নয়, আপনাকে আসতে হবে পূর্ব মেদিনীপুরে। সেখানেই আছে ‘পাউশি গ্রাম’ (Paushi Village)। একেবারে সাদামাটা গ্রাম, চারিদিকে সবুজ, চাষের জমি, পুকুর আর বাগদা নদী শরীর মনকে ডিটক্স করার জন্য সেরা গন্তব্য হতেই পারে।

Paushi Villag

আরও পড়ুনঃ শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা, অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, বেড়িয়ে আসুন কালিম্পঙের এই অচেনা লোকেশন থেকে

গ্রামে দেখার জিনিস বলতে রয়েছে একটি সংগ্রহশালা। যেখানে গরুর গাড়ি, চাল ভাঙার ঢেঁকি, লাঙ্গল, তাঁত, চরকা ও আরও অনেক কিছু রয়েছে দেখার। এছাড়াও গ্রামের কুমোর পাড়া মোটেই মিস করা যাবে না। শহরের মত গাড়ি নয় বরং ভ্যানে করে কুমারপাড়া ঘুরে আসতেই পারেন।

কিভাবে যাবেন পাউশি গ্রামে?

ট্রেনপথে বা বাই রোড যেকোনোভাবেই পাউশি গ্রামে পৌঁছে যেতে পারেন। যদি ট্রেনে করে যান তাহলে হাওড়া থেকে তাম্রলিপ্ত এক্সপ্রেস, কান্ডারি এক্সপ্রেস বা দুরন্ত এক্সপ্রেসের মধ্যে যেকোনো একটিতে উঠে পড়ুন। এরপর কাঁথি স্টেশনে নামতে হবে। সেখান থেকে গাড়িতে পাউশি গমের দূরত্ব মাত্র ২৪ কিমি।

Paushi Village near Kolkata
পাউশি গ্রাম

পাউশি গ্রামে কোথায় থাকবেন?

পাউশি গ্রাম ইতিমধ্যেই পর্যটকদের কাছে জনপ্রিয় হতে শুরু করেছে। তাই থাকার জন্যও ব্যবস্থা রয়েছে। আর থাকার জায়গাটাও দারুন সুন্দর। এখানে থাকার জন্য মনচাষা রিসোর্ট হতে পারে সেরা অপশন। খড়, বাঁশ ও হোগলা পাতা দিয়ে তৈরী কটেজে থাকার অনুভূতি ভ্রমণের মজা যে আরও কয়েকগুণ বাড়িয়ে দেবে তা নিঃসন্দেহে বলা যায়। এছাড়াও আরও কয়েকটি কটেজ রয়েছে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

Partha Sarathi Manna is a Science graduate from the University of Calcutta with an advanced multimedia degree from Ramakrishna Mission. He has over four years of journalism experience, specializing in entertainment, lifestyle, technology, and travel. In his free time, he enjoys watching movies and web series and exploring new places. Contact: [email protected].

X