নিউজশর্ট ডেস্কঃ জুনমাসের প্রথম সপ্তাহ শেষ হতে চললেও সেভাবে বৃষ্টির (Rain) দেখা নেই। অতীতের সমস্ত রেকর্ড ভেঙেই চলেছে গরমের তাপমাত্রা (Summer Heatwave)। এমতাবস্থায় আকাশের দিকে চাতকের মত তাকিয়ে রাজ্যবাসী। একটু বৃষ্টি হলে যেন প্রাণ জুড়োয়। একে গরম তার ওপর প্যাচপ্যাচে ঘাম সব মিলিয়ে অসহনীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে এবার বাংলার আবহাওয়া নিয়ে বড় আপডেট দিল আবহাওয়া দফতর (Weather Department)।
আর কতদিন থাকবে প্যাচপ্যাচে গরম?
মাঝে দু এক দিন কিছুটা বৃষ্টি হলেও তাতে খুব একটা উপকার হয়নি। সূয্যিমামার তেজে রীতিমত ঝলসে যাচ্ছে বাংলা ও বাঙালি। কোথাও ৪০ কোথাও ৪৫ তো কোথাও ৫০ ডিগ্রি ছাড়িয়েছে তাপমাত্রা। এভাবে আর কতদিন? আলিপুর আবহাওয়া দফতরের মতে, আসন্ন কদিন এভাবেই বাড়বে তাপমাত্রা। বিশেষ করে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও বর্ধমানে তাপপ্রবাহ। এছাড়া গোটা বঙ্গেই হাওয়া গরম থাকবে।
বর্ষা কবে আসবে দক্ষিণবঙ্গে?
আজ অর্থাৎ শনিবার বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। কলকাতা, হাওড়া, হুগলি থেকে উত্তর ২৪ পরগোনাহ ও মুর্শিদাবাদে একইরকম গরম ও আদ্রতাজনিত অস্বস্থি থাকবে। অন্যদিকে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, দক্ষিণ ২৪ পরগণা ও মেদিনীপুর, পুরুলিয়াতে অত্যাধিক উষ্ণতার কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
আরও পড়ুনঃ দিঘার কাছেই মালদ্বীপের মজা! ছুটিতে এই হিডেন বিচে গেলে গোয়াও ভুলে যাবেন
প্রসঙ্গত, আবহাওয়া দফতরের মতে রাজ্যের বর্ষা প্রবেশ করার কথা জুনের প্রথম বা দ্বিতীয় সপ্তাহেই। তবে সর্বশেষ পাওয়া আপডেট অনুযায়ী, বর্ষা আসতে এখনও কিছুদিন সময় লাগবে। মূলত মৌসুমী জলবায়ুর প্রবাহের কারণেই এই দেরি হচ্ছে বলে জানা যাচ্ছে। পর্যাপ্ত পরিমাণে মৌসুমী বায়ু না এলে রাজ্যে বর্ষার প্রবেশে আরও দেরি হতে পারে বলেই মনে করা হচ্ছে।
অন্যদিকে পশ্চিমবঙ্গের উত্তরের ৫ রাজ্যে ইতিমধ্যেই বর্ষ শুরু হয়ে গিয়েছে। জলপাইগুড়ি,দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বৃষ্টির পূর্বাভাস মিলেছে। এছাড়াও মালদা সহ দুই দিনাজপুরের বৃষ্টির সম্ভাবনা আছে। কিন্তু তাপমাত্রা আরও ৩-৪ ডিগ্রি বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।