Ration Card,BPL Ration Card,Ration Card Benifits,Government Schemes,রেশন কার্ড,বিপিএল রেশন কার্ড,রেশন কার্ডের সুবিধা,পশ্চিমবঙ্গ সরকার,ভারত সরকার

Ration Card: বড় খবর! শুধুই নয় চাল-গম, একসাথে আরও ৬টি প্রকল্পের সুবিধা পাবেন রেশন কার্ড হোল্ডারেরা!

নিউজশর্ট ডেস্কঃ সমগ্র দেশে ৮১.৫ কোটিরও বেশি রেশনকার্ড হোল্ডার রয়েছে, যার মধ্যে ৮.৫ কোটি পশ্চিমবঙ্গবাসী। রাজ্য ও কেন্দ্রসরকারের দ্বারা গরিব মানুষকে নূন্যতম মূল্য বা বিনামূল্যে খাদ্য সময় প্রদান করা হয় রেশন দোকানের মাধ্যমে। তবে শুধুই চাল গম পাওয়ার জন্য নয়, রেশন কার্ড থাকলে আরও ৬টি সরকারি প্রকল্পের সুবিধা মেলে। কি কি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে জানতে চান? তাহলে আজকের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

সাধারণত রেশন কার্ড থাকার অর্থ নূন্যতম মূল্যের বিনিময়ে রেশন দোকান থেকে চাল, গম পাওয়া যাবে। কিন্তু এই কার্ডের আরও একাধিক সুযোগ সুবিধার রয়েছে। সরকারি বাড়ি থেকে সরকারি লোন অনেক ক্ষেত্রেই রেশন কার্ড থাকলে অগ্রাধিকার মেলে। এছাড়াও পরিচয়পত্র হিসাবেও রেশন কার্ড কাজে লাগে। চলুন এক এক করে দেখে নেওয়া যাক রেশন কার্ড থাকার সুবিধাগুলি :

প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা (PM Fasal Bima Yojana):

বাংলার কৃষকদের বাজে আবহাওয়ার ফলে হওয়া ফসলের ক্ষতির থেকে সুরক্ষা দেওয়ার জন্যই ফসল বীমা যোজনা। ২০১৬ সালে কেন্দ্রীয় সরকারের দ্বারা চালু হয়েছিল এই প্রকল্প। এই প্রকল্পে নাম নথিভুক্ত করার সময় রেশন কার্ড কাজে লাগে।

Ration Card,BPL Ration Card,Ration Card Benifits,Government Schemes,রেশন কার্ড,বিপিএল রেশন কার্ড,রেশন কার্ডের সুবিধা,পশ্চিমবঙ্গ সরকার,ভারত সরকার

আরও পড়ুনঃ মাত্র ১০০০ টাকাতেই মিলবে ১,০০,০০০ টাকার পেনশন! দেরি না করে আজই ইনভেস্ট করুন

প্রধানমন্ত্রী কিষাণ সন্মান নিধী (PM Kisan Sanman Nidhi):

একটা সময় ছিল যখন দেশে কৃষক আত্মহত্যার সংখ্যা অনেকটা বেড়ে গিয়েছিল। যার কারণ ছিল কৃষকদের আর্থিক অবনতি। এরপর ২০১৮ সালে কিষাণ সন্মান নিধি প্রকল্পে চালু করা হয় যার দৌলতে কৃষকদের বার্ষিক ৬০০০ টাকা প্রদান করা হয়।

প্রধানমন্ত্রী আবাস যোজনা : (Pradhan Mantri Awas Yojana)

যে সমস্ত গরিব মানুষেরা নিজেদের পাকা বাড়ি বানাতে সক্ষম নন, তাদের জন্য এই প্রকল্প আনা হয়েছিল ২০১৫ সালে। এই প্রকল্পে নাম নথিভুক্ত করলে ১,২০,০০০-১,৩০,০০০ টাকা পর্যন্ত পাওয়া যাবে। অগাস্ট ২০২৩ অবধি এই প্রকল্পে ৩৪ লক্ষেরও বেশি ঘর তৈরী করা হয়েছে পশ্চিমবঙ্গে।  এই প্রকল্পের জন্য আবেদন করতে হলে আবেদনকারী পরিবারের রেশন কার্ড থাকতে হয়।

Ration Card,BPL Ration Card,Ration Card Benifits,Government Schemes,রেশন কার্ড,বিপিএল রেশন কার্ড,রেশন কার্ডের সুবিধা,পশ্চিমবঙ্গ সরকার,ভারত সরকার

বিশ্বকর্মা যোজনা (Viswakarma Yojana) :

যে সমস্ত কোনো না কোনো শিল্পের সাথে যুক্ত বা নিজস্ব ব্যবসা শুরু করতে চান তাদের জন্য সরকারের তরফ থেকে বিশ্বকর্মা যোজনা চালু করা হয়েছে। এই যোজনার দৌলতে সর্বাধিক ২ লক্ষ টাকা পর্যন্ত লোন পাওয়া যেতে পারে। তবে এক্ষেত্রেও লোন পেতে গেলে রেশন কার্ড লাগে।

আরও পড়ুনঃ রেশন দুর্নীতির দিন শেষ, বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার! উপকৃত হবেন কোটি কোটি গরিবেরা

কেন্দ্রীয় শ্রমিক সুরক্ষা কার্ড (Social Security Card):

দেশ তথা রাজ্যের অসংগঠিত শ্রেণীর শ্রমিকদের ৬০ বছর বয়সের পর পেনশন দেওয়ার স্বার্থেই এই প্রকল্প চালু করা হয়। এই প্রকল্পে আবেদন করার জন্যও রেশন কার্ড প্রয়োজন।

সেলাই মেশিন যোজনা (Free Sewing Machine Scheme) :

মহিলাদের স্বনির্ভর করার জন্য একাধিক প্রকল্পের মধ্যে অন্যতম একটি হল সেলাই মেশিন যোজনা। এই প্রকল্পে আবেদন করলে বিনামূল্যে সেলাই মেশিন পাওয়া যায়, যা দিয়ে কাজ করে অর্থ উপার্জন করে মহিলারা স্বাবলম্বী হয়ে ওঠেন

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

Partha Sarathi Manna is a Science graduate from the University of Calcutta with an advanced multimedia degree from Ramakrishna Mission. He has over four years of journalism experience, specializing in entertainment, lifestyle, technology, and travel. In his free time, he enjoys watching movies and web series and exploring new places. Contact: [email protected].

X