নিউজশর্ট ডেস্কঃ প্রতিবছরের মত এবছরেও গরম পড়তেই স্কুল কলেজে গ্রীষ্মকালীন ছুটি (Summer Vacation) ঘোষণা হয়েছিল। তবে ভোটের পরে পরেই সেই ছুটি শেষ হয়েছে। বিগত ৩রা জুন থেকেই খুলে গেছে সমস্তস্কুল। আগামী ১০ই জুন থেকে পঠন পাঠন শুরু হওয়ার কথা। সরকারি নির্দেশিকা অন্তত এমনটাই বলছে।
নির্দেশে জানানো হয়েছিল যে ৩রা জুন স্কুল খোলার পর শিক্ষকরা সব কিছু গুছিয়ে নেওয়ার জন্য কিছুটা সময় পাবেন। এরপর ১০তারিখ থেকে স্বাভাবিকভাবে ক্লাস শুরু হবে। কিন্তু যে কারণে ছুটি দেওয়া সেই গরমই কমার নাম নেই। মাঝে কিছুদিন বৃষ্টি হয়ে কিছুটা ঠান্ডা হলেও বর্তমানে তাপমাত্রা ৪০ পেরিয়ে ৫০ এর ঘরে উঁকি দিচ্ছে রোজই।
তাই স্কুল আদৌ খোলা হবে কি না তা নিয়ে অনিশ্চয়তা তৈরী হচ্ছে। যদিও এই বিষয়ে শিক্ষা দফতরের তরফ থেকে কোনো ঘোষণা করা হয়নি।এছাড়াও আরও একটি বড় সমস্যা দেখা গিয়েছে যে কেন্দ্রীয় বাহিনী চলে যাওয়ার পর অনেক স্কুলে টাকা, মোদের বোতল পরে রয়েছে, কোথাও বেঞ্চ ও টেবিল ভাঙা পরে রয়েছে, এমন অবস্থায় ক্লাস করানো অসম্ভব। কিছু স্কুলে তো এখনও কেন্দ্রীয় বাহিনী রয়েছে।
আরও পড়ুনঃ অর্ধেকেরও কম হয়ে যাবে টিকিটের দাম! জনগণের জন্য দারুণ সুখবর দিল ভারতীয় রেল
এই সব কারণ মিলিয়েই স্কুলের পঠন পাঠন কিভাবে শুরু করা যাবে ১০ তারিখ থেকেই তা নিয়ে বেশ চিন্তা শিক্ষক-শিক্ষিকারাই। আগামীকাল স্কুল খুললেও স্বাভাবিক ছন্দে ফিরতে আরও বেশ কিছুদিন সময় লাগবে বলেই মনে করা হচ্ছে।